English Version
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:৪৪

অভিজিৎ রায়ের মৃত্যুবার্ষিকীতে গণজাগরন মঞ্চের কর্মসূচী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
অভিজিৎ রায়ের মৃত্যুবার্ষিকীতে গণজাগরন মঞ্চের কর্মসূচী ঘোষণা

 

গত বছরের ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে বাসায় ফেরার পথে জনবহুল টিএসসি এলাকায় মৌলবাদী অপশক্তির চাপাতির আঘাতে নির্মমভাবে খুন হয়েছিলেন মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা, বিজ্ঞানমনষ্ক লেখক, ব্লগার অভিজিৎ রায়। অভিজিৎ রায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাহবাগ প্রজন্ম চত্ত্বরে বিভিন্ন কর্মসূচী ঘোষণা করেছে গণজাগরন মঞ্চ।

ফেসবুকে গণজাগরন মঞ্চের ইভেন্টে বলা হয়েছে, এই এক বছরে বারংবার মৌলবাদের কালো থাবায় বিপর্যস্ত হয়েছে মুক্তচিন্তা, বাকস্বাধীনতা; আহত হয়েছে বাংলাদেশ। অভিজিৎ রায়কে খুনের মধ্য দিয়ে যে মর্মঘাতী মৃত্যুর প্লাবন শুরু হয়েছিল তা বিস্তৃত হয়েছে ব্লগার ওয়াশিকুর বাবু, ব্লগার ও বিজ্ঞানলেখক অনন্ত বিজয় দাশ, ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নীল এবং সর্বশেষ জাগৃতি প্রকাশনীর কর্ণধার প্রকাশক ফয়সাল আরেফীন দীপনকে খুনের ধারাবাহিকতায়। 

আমরা দেখেছি, খুনের বিচার ও এই মৃত্যুর প্লাবন ঠেকাতে রাষ্ট্রযন্ত্রের নিদারুণ ব্যার্থতার পাশাপাশি নানা সময়ে বক্তব্য, বিবৃতির ফুলঝুরি, প্রকারান্তরে যা মৌলবাদীদের পক্ষে গিয়েছে। অথচ যে কাজটি তাঁদের করার কথা ছিল, সেখানে তাঁদের সীমাহীন ব্যার্থতা। প্রায় একবছর পরে এসে আমরা দেখলাম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তারা বলছেন 'অভিজিৎ খুনের কোনো ক্লু পাইনি'! যে বড়কর্তারা আমাদের 'সীমালঙ্ঘন' না করার 'সুপরামর্শ' দিতে পারেন, এক বছরেও তারা একটি খুনের রহস্য উদঘাটন করতে পারেন না!  ইভেন্টে আরও বলা হয়েছে, গণজাগরণ মঞ্চ অভিজিৎ রায়সহ সকল মুক্তচিন্তার লেখকদের হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে অব্যাহতভাবে রাজপথে কর্মসূচী পালন করে আসছে। সেই ধারাবাহিকতায় আসছে ২৬ ফেব্রুয়ারি ২০১৬, শুক্রবার গণজাগরণ মঞ্চ শ্রদ্ধাভরে স্মরণ করবে, বাংলা ভাষায় বিজ্ঞান লেখার অন্যতম পথিকৃৎ অভিজিৎ রায়কে। আবারো সোচ্চার কন্ঠে জানাবে বিচারের দাবি, দৃপ্ত উচ্চারণে জানান দিবে সেই নিদারুণ সত্য 'অভিজিৎ রায়'রা হারলে, হারবে বাংলাদেশ'।  কর্মসূচীঃ                ** অভিজিৎ রায়ের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন দুপুর ২:৩০ মিনিট অভিজিৎ চত্বর, টিএসসি। ** "মুক্তচিন্তায় আঘাত, ভবিষ্যতের বাংলাদেশ; আমাদের করণীয়" শীর্ষক আলোচনা সভা বিকাল ৪:০০ টা প্রজন্ম চত্বর, শাহবাগ। ** সন্ধ্যায় প্রজন্ম চত্বর থেকে অভিজিৎ চত্বর অভিমুখে আলোর মিছিল ও অভিজিৎ রায় স্মরণে আলোক প্রজ্জ্বলন।