English Version
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:২৫

বৃষ্টিতে বইমেলা পণ্ড

নিজস্ব প্রতিবেদক
বৃষ্টিতে বইমেলা পণ্ড

হঠাৎ বৃষ্টিতে রাজধানীর জমজমাট বইমেলা বেচাকেনা অনেকটাই পণ্ড। বুধবার সকালের শিলা বৃষ্টি এবং দুপুরের পর মষুলধারে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলা একাডেমি প্রাঙ্গণের অমর একুশে গ্রন্থমেলা। 

শিলা ও মষুলধারে   বৃষ্টিতে প্রায় ৪০টি স্টল ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময়ে বই সরানোর সুযোগও পাননি প্রকাশক। বৃষ্টির কারণে আজ বুধবার নির্ধারিত সময় বেলা ৪টায় মেলা শুরু হয়নি। বিকেল ৫টায় মেলা শুরু হতে পারে। তবে বৃষ্টি থাকলে মেলা শুরুর সময় আরো পেছাতে পারে।

অবশ্য বিকেলে সাড়ে ৩টার দিকে বাংলা একাডেমির তথ্য কেন্দ্র থেকে ঘোষণা আসে, বৃষ্টির কারণে মেলা আপাতত স্থগিত করা হলো। পরিস্থিতির উন্নতি হলে মেলা আবার শুরু হবে।

মেলা পরিচালক কমিটির সদস্য সচিব জালাল আহমেদ বলেন, মেলা কিছুটা দেরিতে শুরু হবে। বৃষ্টি ওপর সবকিছু নির্ভর করছে। মেলাঙ্গন ঘুরে দেখা গেছে, সোহরাওয়ার্দী উদ্যানে ৪০টি স্টল ক্ষতিগ্রস্ত হয়েছে। মেলা নিরাপত্তায় স্থাপিত বাউন্ডারি ওয়াল ভেঙ্গে গেছে। বাংলা একাডেমি প্রাঙ্গণে পানি জমে গেছে। মূল মেলার সামিয়ানা ছিড়ে গেছে। বৃষ্টিতে মেলা প্রাঙ্গণ কাদা তৈরি হয়েছে।