English Version
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৬ ১৯:৩১

রাজধানীতে ৪ জেএমবি সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে ৪ জেএমবি সদস্য গ্রেপ্তার

 

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে সন্দেহভাজন চার জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটি)। সোমবার রাতে এ ঘটনা ঘটে। গ্রেপ্তাকৃতদের নাম হাফেজ জাফর আহম্মেদ, রাসেল আহম্মেদ রিংকু, আব্দুল্লাহ আল মঞ্জু ওরফে জাহাঙ্গীর ও মো. রাসেল উদ্দিন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিসি, মিডিয়া) মো. মারুফ হোসেন সরদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি ল্যাপটপ, ৬টি মোবাইল ও উগ্রবাদী বই উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের তথ্য উল্লেখ করে বলা হয়, তারা জেএমবির সক্রিয় সদস্য। তারা ফেসবুকের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করা, সদস্য সংগ্রহ, অর্থ সংগ্রহ, অর্থায়নসহ বিভিন্ন ধরনের জঙ্গি কার্যক্রম পরিচালনা করছিল। গ্রেপ্তাকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।