English Version
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৬ ১৮:৫৪

একাত্তরের সেই পিতা-কন্যা কে সম্মানিত করল উদীচী

বিশেষ প্রতিবেদন
একাত্তরের সেই পিতা-কন্যা কে সম্মানিত করল উদীচী
ছবি কৃতজ্ঞতা: ডমিনিক ক্যাডেট

 

২০মে ১৯৭১। খুনী দখলদার পাকিস্তানীদের বিরুদ্ধে চলছে বাঙ্গালীর মুক্তিসংগ্রাম। এদিন খুলনার চুকনগরে এ দেশীয় কুলাঙ্গার রাজাকারদের সহায়তায় ভয়াবহ গণহত্যা চালায় পাক হানাদার বাহিনী। পাকিদের তান্ডব থামলে এক যুবক এরশাদ আলী রাস্তা দিয়ে পালানোর সময় দেখতে পান একটি ছোট্ট শিশু একজন মৃত মহিলার বুকের দুধ খাওয়ার চেষ্টা করছে ৷ এরশাদ আলী থমকে দাঁড়ান। কাছে গিয়ে দ্রুত বাচ্চাটাকে কোলে তুলে নেন৷ বাচ্চাটাকে বাঁচাতে নিয়ে যাবার সময় এরশাদ আলী দেখতে পান মৃত মহিলাটির সিঁথিতে সিঁদুর এবং হাতে শাখা৷ অর্থাৎ মহিলাটি হিন্দু সম্প্রদায়ের ৷ এরশাদ আলী বাচ্চা মেয়েটিকে বাবার আদর দিয়ে পরম স্নেহে সম্পূর্ন হিন্দু ধর্মের নিয়মানুসারে বড় করে তোলেন ৷ নাম রাখেন রাজকুমারী সুন্দরীবালা ৷ অতঃপর হিন্দু নিয়মে হিন্দু পাত্রের সাথে বিয়েও দেন ৷ অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য অসাধারণ দৃষ্টান্ত।

ঐতিহ্যবাহী বিপ্লবী সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজিত সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী কনভেনশনের মঞ্চে এরশাদ আলী ও রাজকুমারী সুন্দরীবালাকে বিশেষ সন্মাননা দেয়া হয়। উপস্থাপন করা হয় এই পিতা-কন্যার অসাধারণ কাহিনী। সেই কাহিনী শুনে চোখে পানি চলে আসে উপস্থিত অনেকের। সবাই অবনত মস্তকে সম্মান জানায় এই পিতা-কন্যার প্রতি।