English Version
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:২৬

পুনরুজ্জীবিত হলো বর্ষবরণে যৌন হয়রানির মামলা;অধিকতর তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
পুনরুজ্জীবিত হলো বর্ষবরণে যৌন হয়রানির মামলা;অধিকতর তদন্তের নির্দেশ

 

পুনরুজ্জীবিত করা হলো গত বছর পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসসিতে নারীদের উপর যৌন হয়রানির মামলা। আজ ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩এর বিচারক জয়শ্রী সমাদ্দার মামলাটির অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন।

ডিসেম্বরে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি-এই মর্মে আদালতে চুড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ। চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার এক মাস পর ডিবি এ বছরের জানুয়ারি মাসে পুরান ঢাকার নিজ বাসার সামনে থেকে সন্দেহভাজন হিসেবে মো. কামালকে গ্রেপ্তার করে। একই সঙ্গে মামলাটি পুনরুজ্জীবিত করতে আদালতে আবেদন করা হয়। আজ মামলাটি পুনরুজ্জীবিত করার দিন ছিল। চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দাখিল করে রাষ্ট্রপক্ষ। আদালত তা গ্রহণ করে। আদালত পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরোকে (পিআইবি) তদন্ত করে ২৩ মার্চের মধ্যে অধিকতর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।

গত বছরের পয়লা বৈশাখে নববর্ষের উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি-সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের ফটকে নারী লাঞ্ছনার ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়। পুরো বিষয়টি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। পরে পুলিশ শাহবাগ থানায় মামলা করে। কিন্তু রহস্যময় কারনে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদের ধরতে পুরস্কারও ঘোষণা করা হয়। কামালকে গ্রেফতারের পর নারী লাঞ্ছনার ঘটনায় জড়িত যে আটজনের ছবি পুলিশ প্রকাশ করে, কামাল তাদের একজন বলে ডিবি জানায়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দীপক কুমার দাস মামলা পুনরুজ্জীবিত করার আবেদন করেন।