English Version
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৬ ২০:২৯

বইমেলায় নাশকতার চেষ্ঠা; স্টলে আগুন

নিজস্ব প্রতিবেদক
বইমেলায় নাশকতার চেষ্ঠা; স্টলে আগুন

 

পুলিশের ঘোষিত "কড়া নিরাপত্তার" মাঝেও অমর একুশের বইমেলায় শিশু কর্নারের পাশের একটি স্টল পুড়িয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে প্লাটফর্ম প্রকাশনীর ৪৯২ নম্বর স্টলে এই আগুন দেওয়ার চেষ্টা করা হয়। স্টল পোড়াতে এই কাগজ জড়ো করে তাতে জ্বালানি তেল ঢেলে আগুন ধরানো হয়েছিল। আগুন দৃশ্যমান হলে প্রথমে নিজেরাই আগুন নেভাতে চেষ্টা করেন স্টলকর্মীরা। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে ফেলে। আগুনে স্টলের তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

প্লাটফর্ম প্রকাশনীর বিক্রয়কর্মী প্রসেনজিৎ রায় বলেন, স্টলের পেছন দিকে কাগজ জড়ো করে আগুন ধরিয়ে দেয়া হয়েছিল। আমরা পেট্রোলের গন্ধ পেয়েছি।

মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব জালাল আহমেদ বলেন, সিসি ক্যামেরার ছবিতে ধরা পড়েছে, দুজন তরুণ আগুন দেওয়ার চেষ্টা করেছে। তাদের একজনের মুখে দাড়ি ছিল। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। তারা বলেছেন, দুর্বৃত্তদের অবশ্যই খুঁজে বের করতে পারবেন।