English Version
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৬ ১৯:১৯

রাজধানীতে স্বামীর নির্মম নির্যাতনে গৃহবধুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে স্বামীর নির্মম নির্যাতনে  গৃহবধুর মৃত্যু

 

গৃহবধূকে নির্মম নির্যাতন করে মুমূর্ষূ অবস্থায় রেখে পালিয়ে গেছে ঘাতক স্বামী। নিহত গৃহবধুর নাম তাহমিনা আক্তার (১৮)।তিনি পূর্ব জুরাইনের নোয়াখালী পট্টির এক বাসায় স্বামী বাদলের (২৪) সঙ্গে থাকতেন। রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

তাহমিনার মৃত্যুর জন্য তার স্বজনরা দায়ী করেছে বাদলকে। সে সকাল থেকেই পলাতক। দেড় মাস আগে বাদলের সাথে বিয়ে হয় তাহমিনার। বাদল জুরাইন এলাকার একটি সিএনজি পাম্পের কর্মচারী। ঘটনার কারণ সম্পর্কে তাহমিনার পরিবার কিছু বলতে পারেনি। তারা নিজেরাও বুঝতে পারছে না বিয়ের মাত্র দেড় মাসের মাথায় কেন হত্যা করা হলো তাদের মেয়েকে।

তাদের প্রতিবেশী মাহমুদুল হাসান বলেন, সকাল বেলায় পরিবারসহ বাইরে গিয়েছিলাম। কিছুক্ষণ পরে বাসায় ফিরে দেখি, তাদের ঘরের দরজা খোলা; তাহমিনা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পুলিশ পরিদর্শক মোজাম্মেল বলেন, রোববার সকাল ১১টার দিকে মাহমুদুল হাসান নামে এক ব্যক্তি তাহমিনাকে হাসপাতালে আনার পর ১টার দিকে তার মৃত্যু হয়। তার মাথায় কোনো কিছু দিয়ে আঘাত করা হয়েছে, যেখান থেকে রক্ত ঝরছিল। এছাড়া তার শরীরের বিভিন্ন জায়গায় পেটানোর চিহ্ন ছিল।