English Version
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৬ ১২:৩৬

সচিবের বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
সচিবের বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ

ঢাকার রমনা বেইলী স্কয়ার সরকারি অফিসার্স কোয়ার্টারে সড়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিবের ফ্লাটে জাহানারা বেগম (৬০) নামে এক গৃহকর্মীকে দীর্ঘদিন তালাবদ্ধ রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ওই গৃহকর্মীর ছেলে মো. বাচ্চু রমনা থানায় শুক্রবার একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে বাচ্চু বলেন, আমার বাড়ি কিশোরগঞ্জ জেলার পাসতা গ্রামে। বৃহস্পতিবার দুপুর দেড়টায় একটি নম্বর থেকে আমার মা ফোন করেন। মার কান্নার শুরে বলতে থাকেন— বাবা আমারে নিয়া যা, আমি কাজ করতে পারি না। শরীর কাঁপে। এবং বাসায় মালিক মারধর করে। মালিকের বউ বেশি মারে। আমি জিজ্ঞাসা করি যে, এ নম্বর কার? তখন মা বলেন, মালিকের ড্রাইভারের। পরে ওই ড্রাইভারের কাছে জানতে পারি আমার মাকে কিভাবে নির্যাতন করে বাসার মালিক।

তিনি আরও বলেন, ‘আমি কাঁচামালের ব্যবসা করি। ঘটনা শুনে ঢাকায় এসে ওই গাড়িচালকের সঙ্গে দেখা করলে সে আমার মায়ের কাছে নিয়ে যায়। দেখা করতে চাইলে বাসার মালিক আমাকে মায়ের সঙ্গে দেখা করতে দেয়নি। উল্টো বেইলী স্কয়ার সোসাইটির দুইজন দারোয়ান দিয়ে আমাকে ও ওই ড্রাইভারকে অনেক মারধর করে। এরপর আমি রমনা থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ করি।

গত তিন বছরে মায়ের সঙ্গে মাত্র তিনবার দেখা করতে পেরেছি। কিন্তু মা যেখানে কাজ করেন সেখানে কোনোদিন দেখা করতে দেয়নি। মার বেতনের টাকা ওই বাসার মালিকের এক আত্মীয়ের মাধ্যমে আসত বলেও জানান তিনি।