English Version
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:৫১

শিশু জিহাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে নির্দেশ আদালতের

নিজস্ব প্রতিবেদক
শিশু জিহাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে নির্দেশ আদালতের
রাজধানীর শাজাহানপুরে ওয়াসার পরিত্যক্ত পাইপে পড়ে নিহত শিশু জিহাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে ক্ষতিপূরণের পরিমাণ এবং সরকারের কোন প্রতিষ্ঠান কত ক্ষতিপূরণ দেবে, তা পূর্ণাঙ্গ রায়ে জানাবেন আদালত। একটি রিটের ওপর জারি করা রুলের নিষ্পত্তি করে বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এ রায় দেন। আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন- আইনজীবী আব্দুল হালিম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম। রায় ঘোষণার পর রিটকারীর আইনজীবী ব্যারিস্টার আবদুল হালিম বলেন, 'আদালত রায়ে শিশুটির পরিবারকে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন। পূর্ণাঙ্গ রায়ের কপি বের হলে ক্ষতিপূরণের পরিমাণ এবং কারা কত দেবে, তা জানা যাবে।'