English Version
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৬ ১৮:৪২

নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার অনুরোধ দক্ষিন মেয়রের

নিজস্ব প্রতিবেদক
নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার অনুরোধ দক্ষিন মেয়রের
নগরীকে পরিচ্ছন্ন রাখতে সন্ধ্যার পর নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
 
বুধবার নগরভবনে বাড়ি বাড়ি হতে আবর্জনা সংগ্রহের কাজে নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধির সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মেয়র এ অনুরোধ জানান।
 
তিনি বলেন, পরিচ্ছন্ন ও বসবাস উপযোগী নগরী গড়ে তোলার জন্য সন্ধ্যা ৭টার পর নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার বিকল্প নেই। সবার সম্মিলিত প্রয়াসেই এটা সম্ভব।
 
সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন রকিবউদ্দিনসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।