English Version
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৬ ১৮:৩৪

শাহজালালে চেতনানাশক সন্দেহে পাঁচ কেজি তরল পদার্থ জব্দ

নিজস্ব প্রতিবেদক
শাহজালালে চেতনানাশক সন্দেহে পাঁচ কেজি তরল পদার্থ জব্দ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গুদাম থেকে চেতনানাশক সন্দেহে পাঁচ কেজি তরল পদার্থ আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

বুধবার বিকেলে এ তরল পদার্থ আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানান, বিকেলে বিমানবন্দরে গুদাম থেকে চেতনানাশক সন্দেহে পাঁচ কেজি তরল পদার্থ আটক করা হয়। সেগুলো পরীক্ষার জন্য  র‌্যাব অফিসে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।