English Version
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৬ ১৪:২৩

রাজধানীতে ট্রেনের ধাক্কায় বুয়েটের ছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে ট্রেনের ধাক্কায় বুয়েটের ছাত্র নিহত

 

রাজধানীর মগবাজার ওয়্যারলেস রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক ছাত্র নিহত হয়েছেন। নিহত ছাত্রের নাম তানভীর গওহর (২৩)। তিনি বুয়েটের পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার বাবার নাম মোহাম্মদ আলী গওহর। তাদের বাড়ি কুমিল্লা।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুপুর সাড়ে ১২টার দিকে ওই ছাত্রকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন।