English Version
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৬ ১০:৪৭

ফেসবুক থেকে ‘তথ্য’ নিয়ে ব-দ্বীপ প্রকাশনী বন্ধ করল পুলিশ

অনলাইন ডেস্ক
ফেসবুক থেকে ‘তথ্য’ নিয়ে ব-দ্বীপ প্রকাশনী বন্ধ করল পুলিশ

 

অমর একুশে গ্রন্থমেলায় সোহরাওয়ার্দী উদ্যান অংশের ‘ব-দ্বীপ প্রকাশনীর’ স্টলটি বন্ধ করে দিয়েছে পুলিশ। সেই প্রকাশনীর প্রকাশিত একটি বইয়ে মুসলিমদের ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ দেওয়ার ‘উপাদান’ রয়েছে বলে ফেসবুকে জানার পর একুশের বইমেলায় এক প্রকাশনীর স্টল বন্ধ করে দেওয়া হয়েছে।

এ বিষয়ে মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব জালাল আহমেদ বলেন, পুলিশ আমাদের বলেছে, ব-দ্বীপ প্রকাশনীর স্টলে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে- এমন বই প্রদর্শিত হচ্ছে। স্টলটি নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এ কারণে প্রকাশনীটির স্টল বন্ধ করা হয়েছে।

শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আমরা জানতে পারি, ব-দ্বীপ প্রকাশনী থেকে প্রকাশিত ‘ইসলাম বিতর্ক’ বইটিতে ইসলাম ধর্মের অনুভূতিতে আঘাত করা হয়েছে।পরে অনুসন্ধানে বিতর্কিত লেখার প্রমাণ পাওয়া গেছে। বইটিতে মহানবী (সা.) সম্পর্কে আপত্তিকর শব্দও পাওয়া গেছে। সে অনুযায়ী বাংলা একাডেমির সঙ্গে কথা বলে পুলিশ স্টল বন্ধের ব্যবস্থা নিয়েছে বলে জানান তিনি।

অনুসন্ধান করে জানা যায়, ফেসবুকে উগ্র মৌলবাদী গোষ্ঠীর পেইজ বাঁশের কেল্লা থেকে ব-দ্বীপ প্রকাশনী বন্ধ ও এর মালিক শামসুজ্জোহা মানিককে ইসলামবিদ্বেষী আখ্যা দিয়ে তার বিরুদ্ধে ব্যাবস্থা নেয়ার দাবী জানানো হচ্ছিল। একইসাথে ফেসবুকে ‘নয়ন চ্যাটার্জি’ নামক ধর্মীয় উগ্রবাদী আইডি এবং ধর্মভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশ খেলাফত আন্দোলনের পক্ষ থেকেও এই স্টল বন্ধের দাবি জানানো হয়।

ওসি জানান, অভিযানের সময় বইটির সব কপি পুলিশ জব্দ করে। অনুবাদ সংকলন "ইসলাম বিতর্ক" বইটি ব-দ্বীপ প্রকাশনের প্রকাশক শামসুজ্জোহা মানিক সম্পাদনা করেছেন। এছাড়া ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মতো লেখা আছে কি না- তা অনুসন্ধানে একই প্রকাশনী থেকে আরও পাঁচটি বইয়ের সব কপি জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ‘আর্যজন ও সিন্ধু সভ্যতা’, ‘জিহাদ: জবরদস্তিমূলক ধর্মান্তরকরণ, সাম্রাজ্যবাদ ও দাসত্বের উত্তরাধিকার’, ‘ইসলামের ভূমিকা ও সমাজ উন্নয়নের সমস্যা’, ‘ইসলামে নারীর অবস্থা’ এবং ‘নারী ও ধর্ম’।

এর আগে গত বছর (২০১৫) ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের হুমকির মুখে একই কারন দেখিয়ে ইরানী লেখক আলী দস্তির 'নবী মুহাম্মদের ২৩ বছর' বইটি প্রকাশের কারণে রোদেলা প্রকাশনীর স্টল বন্ধ করে দিয়েছিল বাংলা একাডেমি। তখন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান জানিয়েছিলেন তারা অভিযোগের ভিত্তিতে স্টল বন্ধ করেছেন, বই পড়েন নি। পাশাপাশি এবারের বইমেলা শুরুর আগে এক সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান উসকানিমূলক বই প্রকাশ না করার জন্যে প্রকাশকদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছিলেন।

তথ্যসূত্র-বিডিনিউজ, সিলেট টুডে