English Version
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৬ ১০:২০

ঢাকায় ছিনতাইকারীর হামলায় দুজন আহত

নিজস্ব প্রতিবেদক
ঢাকায় ছিনতাইকারীর হামলায় দুজন আহত

 

রাজধানী ঢাকার ওয়ারী ও লালবাগ এলাকায় পৃথক ঘটনায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই জন আহত হয়েছেন। আহতরা হলেন, মিলন (২৫) ও রনি (১৫)। দুই জনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছুরিকাঘাতে আহত মিলন আজিমপুর চায়না গলির বাসিন্দা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এএসআই সেন্টু চন্দ্র দাশ ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর নিশ্চিত করেন।

তার স্ত্রী তাহমিনা জানান, মিলন নরসিংদী যাওয়ার উদ্দেশে ভোর ৫টার দিকে বলদা গার্ডেনের সামনে পৌঁছালে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তবে মিলনের কাছ থেকে তারা কোনো কিছু নিতে পারেনি বলেও জানান তিনি। কামরাঙ্গীচর এলাকায় তাদের একটি পাইপের কারখানা রয়েছে। ব্যবসার টাকা আদায় শেষে রনি বাড়ি ফিরছিলেন বলেও জানান তারা বাবা।

অপরদিকে রনি লালবাগের শহীদনগরের বাসিন্দা। তার বাবা আবদুল গণি জানান, সোমবার রাত দশটার দিকে লালবাগ কাজী রিয়াজউদ্দিন রোড মিনি কমিউনিটি সেন্টার সংলগ্ন গলিতে দুজন ছিনতাইকারী রনিকে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।