English Version
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৬ ১১:২৮

রাজধানীর উত্তরায় অপহৃত শিশু উদ্ধার, আটক দুই

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর উত্তরায় অপহৃত শিশু উদ্ধার, আটক দুই

 

রাজধানীর উত্তরা থেকে অপহৃত এক শিশুকে (৬) উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় দুই অপহরণকারীকে আটক করা হয়েছে।

গাজীপুর ও গাইবান্ধা জেলায় অভিযান চালিয়ে ওই দুই অপহরণকারীকে আটক করা হয়। প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। রবিবার কোনো এক সময়ে অপহৃত ওই শিশুকে উদ্ধার করে দুই অপহরণকারীকে আটক করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার এ তথ্য জানান। সোমবার দুপুর সাড়ে ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।