English Version
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৬ ১৩:১১

গাজীপুরে নারীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
গাজীপুরে নারীর লাশ উদ্ধার

 

গাজীপুর মহানগরীর শ্রীপুরে এক নারী শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার আবদার এলাকার একটি নালায় তার মৃতদেহটি পাওয়া যায় বলে শ্রীপুর থানার এসআই মো. আশরাফুজ্জামান জানান।

নিহত কল্পনা আক্তার (২৮) স্থানীয় আকবর কটন মিলের শ্রমিক ছিলেন। তিনি স্বামী সিদ্দিক মিয়ার সঙ্গে আবদার লাল পুকুরপাড় এলাকার আমির উদ্দিনের বাড়িতে ভাড়ায় থাকতেন।

নিহতের স্বামীর বরাত দিয়ে এসআই আশরাফুজ্জামান বলেন, কল্পনা রাত সাড়ে ১১টায়ও বাড়ি না ফেরায় তাকে খুঁজতে বের হন তার স্বামী। এক পর্যায়ে বাড়ির পাশের একটি নালায় কল্পনার লাশ দেখতে পুলিশে খবর দেয়।ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা ওই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি বলে জানান তিনি।