English Version
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৬ ১১:৫৩

রাজধানীতে গ্যাসের চুলা থেকে আগুন লেগে দুজন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে গ্যাসের চুলা থেকে আগুন লেগে দুজন দগ্ধ

 

রাজধানীর পূর্ব রামপুরায় একটি বাসায় গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই বাসার দুজন দগ্ধ হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম কালের কণ্ঠকে জানান, পূর্ব রামপুরার ২১ নম্বর বাসায় গ্যাসের চুলায় আগুন জ্বালাতে গিয়ে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় পুরো বাসায় আগুন ধরে যায়। আগে থেকেই কেউ চুলার গ্যাস অন করে রেখে থাকতে পারে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে।