English Version
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৬ ১১:৩৩

লেগুনার ধাক্কায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক
লেগুনার ধাক্কায় নিহত ১

 

রাজধানীর গুলশান এক নম্বর এলাকায় সাইকেল আরোহী এক যুবক বাসায় ফেরার পথে লেগুনার ধাক্কায় মারা গেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে গুলশান-১ ডিসিসি মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। আরিফ (২৫) নামের ওই যুবককে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল ফাঁড়ির এএসআই সেন্টু চন্দ্র দাশ জানান, আরিফ মধ্য বাড্ডা এলাকায় থাকতেন। তিনি পেশায় একজন টাইলস মিস্ত্রী। রাতে কাজ শেষে সাইকেলে করে বাসায় ফেরার সময় একটি লেগুনা তাকে ধাক্কা দেয়। পরে খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় তাকে হাসপাতালে নেওয়া হয়। তার গ্রামের বাড়ি বরগুনায়। রাত সাড়ে ১২টার দিকে তার ভাই হেলাল তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। সেখানেই তার মৃত্যু হয়।