English Version
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৬ ২০:২২

শাহজালালে ২.৬ কেজি সোনা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
শাহজালালে ২.৬ কেজি সোনা উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই কেজি ৬’শ গ্রাম সোনাসহ মো. ইব্রাহিম (২২) নামে এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধারকৃত সোনার দর প্রায় এক কোটি ৬০ লাখ টাকা।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমসের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার।

শহীদুজ্জামান জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় মালয়েশিয়া থেকে একটি ফ্লাইটে (নম্বর-বিজি ১৮৭) বিমানবন্দরে আসেন ইব্রাহিম। পরে কাস্টমস কর্মকর্তাদের সন্দেহ হলে ইব্রাহিম ও তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি চালিয়ে টেপ প্যাঁচানো অবস্থায় এসব সোনা উদ্ধার করা হয়।