English Version
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৬ ১২:১৪

রাজধানীর সবুজবাগে গলিত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর সবুজবাগে গলিত লাশ উদ্ধার

 

রাজধানীর ‍সবুজবাগের পাটোয়ারি গলির একটি বাসা থেকে তপন কুমার (৪০) নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় ও মেডিকেল সূত্র জানায়, রাত পৌনে ১০টার দিকে পাটোয়ারি গলির তিন তলা একটি বিল্ডিং থেকে প্রথমে লাশের গন্ধ পায় আশপাশের লোকজন। বিল্ডিংয়ের তৃতীয় তলার বাসার দরজা বন্ধ থাকায় তাদের সন্দেহ হয়। পরে থানায় খবর দেয়া হয়। পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর লোকজন যেয়ে দরজা ভেঙে ভেতরে অন্ধকার দেখতে পায়। পরে টর্চ লাইট জ্বালিয়ে দেখে খাটের নিচে অর্ধগলিত লাশ। এ সময় লাশটি উদ্ধার করে সবুজাবাগ থানায় নিয়ে যায় পুলিশ।

সবুজবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কুদ্দুস ফকির ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, ওই বাসায় নিহত ব্যক্তি পরিবার নিয়ে ভাড়া থাকত। কিন্তু এখন পরিবারের অন্য কাউকে পাওয়া যাচ্ছে না। বাসা থেকে একটি পাসপোর্ট পেয়ে তার নাম পরিচয় মেলে। ধারণা করা হচ্ছে তাকে ৩-৪ দিন আগে খুন করা হয়েছে।