English Version
আপডেট : ৯ ফেব্রুয়ারি, ২০১৬ ১৯:৩৩

চাঁদা তুলতে গিয়ে হিজড়া গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক
চাঁদা তুলতে গিয়ে হিজড়া গুলিবিদ্ধ

রাজধানীর উত্তরায় চাঁদা তুলতে গিয়ে দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন মানিক ওরফে সেঁজুতি নামে এক হিজড়া। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরে রাজউক মার্কেটের সামনে তাকে গুলি করা হয়।

জানা গেছে, সকালে উত্তরা ৭নং সেক্টরের রাজউক মার্কেটের পাশে টাকা তুলছিল কয়েকজন হিজড়া। এসময় বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত সেঁজুতিকে গুলি করে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে।

গুরুতর আহত অবস্থায় সেঁজুতিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢামেক ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস জানান, সেঁজুতির পিঠে, পেটে ও নাভির উপর গুলির চিহ্ন রয়েছে। তাকে ঢামেক জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।

উত্তরা পশ্চিম থানার অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আব্দুস সালাম, ‘নিজেদের মধ্যে বিরোধের জেরে এমন ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। -