English Version
আপডেট : ৮ ফেব্রুয়ারি, ২০১৬ ২১:৩০

অনিরাপদ রক্ত সরবরাহে চার প্রতিষ্ঠানকে অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক
অনিরাপদ রক্ত সরবরাহে চার প্রতিষ্ঠানকে অর্থদন্ড

অনিরাপদ রক্ত সরবরাহসহ পরীক্ষা ছাড়া রক্ত পরীক্ষার রিপোর্ট প্রদান করায় চার প্রতিষ্ঠানকে ছয় লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-১০ এর ভ্রাম্যমাণ আদালত। র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রে মো. সারওয়ার আলম এ আদেশ দেন।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিষ্ঠানগুলো হলো— চানখাঁরপুল জেনারেল হাসপাতাল, আলকেমি মেডিক্যাল সেন্টার, আনন্দবাজারের লাইফ সেভ ব্লাড ব্যাংক অ্যান্ড ট্রান্সফিউশন মেডিসিন সেন্টার,  নাজিমউদ্দিন রোডের ক্রিয়েটিভ ব্লাড ব্যাংক অ্যান্ড ট্রান্সফিউশন সেন্টার।

তিনি জানান, সোমবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত র‌্যাব-১০ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) শেখ জিল্লুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

অভিযানে অনিরাপদ রক্ত সরবরাহসহ পরীক্ষা ছাড়াই রক্ত পরীক্ষার রিপোর্ট প্রদান করার অপরাধে আদালত ‘নিরাপদ রক্ত সঞ্চালন আইন ২০০২’ মোতাবেক ‘লাইফ সেভ ব্লাড ব্যাংক অ্যান্ড টান্সফিউশন মেডিসিন সেন্টার’-এর মালিক এ জি মোর্তজা (৬৩) এবং আওলাদ হোসেনকে এক লাখ টাকা; ‘ক্রিয়েটিভ ব্লাড ব্যাংক অ্যান্ড টান্সফিউশন সেন্টার’-এর মালিক আজিজুল হককে (৩৬) এক লাখ ২০ হাজার টাকা; ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’ অনুযায়ী ‘আলকেমি মেডিক্যাল সেন্টার’-এর মালিক কাজী জাকির হোসেন (৪৬) ও ম্যানেজার হুমায়ুন কবিরকে (২৮) ৫০ হাজার টাকা এবং ‘চানখাঁরপুল জেনারেল হাসপাতাল’-এর মালিক শফিকুর রহমান (৬৫) ও ম্যানেজার টুটুল শেখকে (২৫) চার লাখ টাকা জরিমানা করা হয়।