English Version
আপডেট : ৮ ফেব্রুয়ারি, ২০১৬ ১২:০৬

সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার
ফাইল ছবি

রাজধানীর ভাষানটেকের একটি বাসার সেফটিক ট্যাংক থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটির নাম সাজিদ খান (৫) বলে জানা গেছে। সোমবার সকাল ৮টার দিকে বিআরটি প্রকল্প এলাকা থেকে লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

জানা গেছে, রবিবার থেকেই শিশু সাজিদ নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুজির পর তাকে না পেয়ে পরিবারের লোকজন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। শেষ পর্যন্ত তার লাশ সেফটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়।ভাষানটেক থানার উপ-পরিদর্শক (এসআই) আসিফ ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।