English Version
আপডেট : ৭ ফেব্রুয়ারি, ২০১৬ ১০:২২

ধানমন্ডিতে ভবনে আগুন, মৃত ১‌

নিজস্ব প্রতিবেদক
ধানমন্ডিতে ভবনে আগুন, মৃত ১‌

 

রাজধানীর ধানমন্ডিতে গভীর রাতে একটি আবাসিক ভবনে আগুন লাগার পর ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে । ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার রাত সোয়া ১টার দিকে পশ্চিম ধানমন্ডির ৮/এ সড়কের ১২ তলা ওই ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততোক্ষণে ভবনের আটটি তলা বাইরের দিক থেকে কমবেশি ক্ষতিগ্রস্ত হয়।

ফায়ার সার্ভিসের কর্মাকর্তা ব্রজেন কুমার জানান, নিচতলায় আগুন লাগার পরপরই বিভিন্ন তলা থেকে অর্ধশতাধিক বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়। কিন্তু অষ্টম তলায় মুন্নুজান বেগম নামের এক বৃদ্ধা ধোঁয়ায় অচেতন হয়ে পড়ায় সেখানেই আটকে থাকেন।  পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ওই বাড়িতে ছেলে ও তার পরিবারের সদস্যদের নিয়ে থাকতেন ৭৫ বছর বয়সী এই নারী। সবাই বেরিয়ে এলেও ওই বৃদ্ধা বের হতে পারেননি। তাড়াহুড়োয় নামতে গিয়ে আরও কয়েকজন সামান্য আহত হয়েছেন।

ফায়ার সার্ভিস কর্মীরা বলছেন, ভবনের বৈদ্যুতিক সংযোগের তারের ত্রুটি থেকে এ অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে আরও সময় লাগবে।