English Version
আপডেট : ৬ ফেব্রুয়ারি, ২০১৬ ১৯:৪৬

হাতিরঝিলে গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
হাতিরঝিলে গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু
রাজধানীর হাতিরঝিলে গাড়ির ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মো. রায়হান (৭) রামপুরার একটি স্কুলে শিশু শ্রেণিতে পড়ত। বাবা লিটন ঠেলাগাড়ি চালক। রায়হানের বাবা লিটন ও মা লাকী আক্তার।
 
শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে হাতিরঝিলের পূর্ব দিকে শিশুদের সঙ্গে খেলার সময় একটি পাজেরো গাড়ি রায়হানকে ধাক্কা দেয়।
 
প্রথমে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই সেন্টু চন্দ্র দাশ জানান। ছেলের দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন রায়হানের বাবা ও মা।