English Version
আপডেট : ২০ জুন, ২০২১ ১১:৩৯

আজকের রাশিফল: জেনে নিন কেমন কাটবে দিন

অনলাইন ডেস্ক
আজকের রাশিফল: জেনে নিন কেমন কাটবে দিন

পুরনো জ্যোতিষশাস্ত্র এমন একটি ধরন, যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যদ্বাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যদ্বাণী করে। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি- মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন-এর ভবিষ্যদ্বাণী করা হয়। একই রকমভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে।

মেষ:

যৌথ উদ্যোগে কোনো কাজের অগ্রগতি। আর্থিক চাপ কিছুটা কমবে। কর্মক্ষেত্রে সুনাম বজায় থাকবে। সম্ভাব্য বিয়ের আলোচনায় অগ্রগতি। কাজে কৌশলী হলে সফলতা পাবেন। রোমান্স শুভ।

বৃষ:

কর্মপ্রার্থীরা নতুন কাজের সন্ধান পাবেন। অধীন কর্মচারীর কারণে কোনো সমস্যা হতে পারে। আইনসংক্রান্ত কোনো কিছুতে জড়াবেন না। দুর্ঘটনা থেকে সতর্ক থাকবেন।

মিথুন:

কর্মপরিবেশ আপনার ভাবনাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। অমীমাংসিত সমস্যা সমাধানের পথ পাবেন। ব্যাবসায়িক কাজে অগ্রগতি। ধর্মীয় কাজে আগ্রহ। সময়ের সঠিক ব্যবহার করুন।

কর্কট:

আর্থিক যোগাযোগ ফলপ্রসূ হতে বিলম্ব। কাজের পরিবেশ প্রতিকূল হলেও ক্ষতিকর হবে না। গুরুদায়িত্ব গ্রহণে অনীহা আসবে। পরিবারের প্রবীণদের স্বাস্থ্যরক্ষায় মনোযোগ দিন।

সিংহ:

কর্মস্থলে জটিলতা দূর হবে। কোনো উদ্যোগ নিজের ও অন্যের কল্যাণ বয়ে আনবে। অর্থের ঘর শুভ। গুরুত্বপূর্ণ বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া ঠিক হবে না। সবার সঙ্গে হাসিমুখে মিশুন।

কন্যা:

কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি। অবসাদ দূর হবে। দায়িত্ব পালনে দৃঢ়তার পরিচয় দিতে পারবেন। নতুন অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগবে। আবেগের বশে কাজ করবেন না। অসুস্থরা সতর্ক থাকবেন।

তুলা:

উদ্বেগের মধ্যে কোনো সুযোগ লাভ। প্রেম-প্রীতিতে মতবিরোধ। প্রত্যাশিত কাজে বিলম্ব। ব্যয় চাপ থাকবে। দৈনিক সূচি থেকে বিরত নিন। প্রিয়জনের সঙ্গে বেড়াতে যান। ভালো থাকুন।

বৃশ্চিক:

কোনো লাভজনক পরিবর্তন আসতে পারে। পরিবেশ আনন্দের ইঙ্গিত বহন করে। ব্যবসায় ভালো কিছু ঘটবে। সামাজিক পরিমণ্ডলে গুরুত্ব বাড়বে। কাজের ধারাবাহিকতা বজায় রাখুন।

ধনু:

আনন্দ বাড়বে। অর্থের ঘর শুভ। কল্যাণমূলক কাজের ভাবনায় উৎসাহিত হবেন। বন্ধুর সহযোগিতা পাবেন। ব্যবসায় বাড়তি কোনো চাপ আসতে পারে। সংকল্পের দৃঢ়তায় সুফল পাবেন।

মকর:

পেশাগত কাজে সাফল্য। ব্যবসায় ভালো সুযোগ আসতে পারে। আর্থিক চাপ কমবে। পুরনো সমস্যার জট খুলবে। হঠকারী সিদ্ধান্তে ক্ষতি হতে পারে। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন।

কুম্ভ:

শিক্ষার্থীদের শিক্ষায় অগ্রগতি হবে। বিদেশ থেকে কোনো ভালো সংবাদ পেতে পারেন। সঠিক পরিশ্রমে ভালো ফল হবে। সাহসী পদক্ষেপে নিরলসভাবে কাজ করুন। ভালো থাকুন।

মীন:

কর্মক্ষেত্রে চাপ থাকলেও কিছু ইতিবাচক সংবাদ পাবেন। ভবিষ্যৎ ভাবনা বৃদ্ধি পাবে। ঘনিষ্ঠ কেউ অসুস্থ থাকতে পারে। সাধ্যের বাইরে কিছু করতে যাবেন না। অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন।