English Version
আপডেট : ৭ ফেব্রুয়ারি, ২০২১ ০৯:৫৪

মন ভালো রাখবে যে গাছ

অনলাইন ডেস্ক
মন ভালো রাখবে যে গাছ

দিন দিন বাড়ছে বাড়িতে বনসাই গাছ লাগানোর চল। কখনও শোয়ার ঘরের কোণে, তো কখনও খাওয়ার টেবিলের উপরেই সে সব গাছ সাজানো থাকছে। বনসজ্জ গৃহসজ্জার নতুন চল তো বটেই তবে এর পিছনেও বেশ কিছু কারণ আছে।

 মানসিক চাপ কমে: চোখের সামনে সবুজ দেখতে পেলে মানসিক চাপ কিছুটা নিয়ন্ত্রণে থাকে বলে মনে করেন চিকিৎসকেরা। চার দিকে সবুজ যত কমছে, এ ভাবেই গাছ লাগানোর চল তত বাড়ছে ঘরে ঘরে।

ঘরের ভিতরের হাওয়া বিশুদ্ধ: প্রতি ঘরে গাছ থাকলে দূষিত বায়ু কম চলাচল করে বাড়ির অন্দরে। ফলে শরীরের জন্য বনসাই গাছ রাখা খুবই জরুরি।

যত্ন নেওয়া সহজ: এই ধরনের গাছের যত্ন নেওয়াও খুব কঠিন নয়। অনেকে গাছ লাগাতে ভালবাসলেও যথেষ্ট সময় পান না বাগান করার। কিন্তু বনসাই গাছের পিছনে বেশি সময় দিতে হয় না। সামান্য আলো-পানি পেলেই সুখে থাকে গাছ।

দেরি না করে এ বারই নিজের ঘর সাজিয়ে ফেলুন বনসাই গাছে।