English Version
আপডেট : ১০ জানুয়ারি, ২০২১ ১৬:৪৮

মাউথওয়াশে মাত্র ৩০ সেকেন্ডেই খতম করোনা: গবেষণা

অনলাইন ডেস্ক
মাউথওয়াশে মাত্র ৩০ সেকেন্ডেই খতম করোনা: গবেষণা

অন্তত একটা করোনাভাইরাসের ভ্যাকসিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা বিশ্ব। এর মধ্যেই বিভিন্ন গবেষণায় দাবি করা হয়েছে, কোভিড- ১৯ কে খতম করতে পারে মাউথওয়াশ। প্রাথমিকভাবে মাউথওয়াশ মুখের লালায় থাকা করোনার লোড কতটা কমাতে পারে তা এখনো নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি।

এদিকে, নতুন এক গবেষণায় দাবি করা হয়েছে মাত্র ৩০ সেকেন্ডেই করোনাকে মেরে ফেলতে পারে মাউথওয়াশ। বলা হচ্ছে সয়ালাইভায় থাকা সার্স কোভিডের লোড অনেকটাই কমিয়ে দিতে পারে মাউথওয়াশ। যদিও ওই পরীক্ষা হয়েছে ল্যাবেই। মাউথওয়াশের কার্যকারিতার ট্রায়াল এখনো হয়নি।

ব্রিটেনের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলা হয়েছে, যেসব মাউথওয়াশে ০.০৭ শতাংশ সিটাইল পাইরিডিনিয়াম ক্লোরাইড (সিপিসি) থাকে সেইসব মাউথওয়াশ করোনা মোকাবিলায় ভালো কাজ দিচ্ছে। মাউথওয়াশের ক্ষমতা পরীক্ষা করতে ব্রিটেনের ডেন্টাইল নামে এক মাউথওয়াশ ব্যবহার করা হয়েছিল পরীক্ষাগারে। তবে ওই মাউথওয়াশের হিউম্যান ট্রায়ালের ফলাফল প্রকাশ করা হবে ২০২১ সালে।