English Version
আপডেট : ৭ জানুয়ারি, ২০২১ ০৭:৫৪

রাতে ঘুমানোর সময় গলা শুকিয়ে যায়? লক্ষণ ভালো নয়

অনলাইন ডেস্ক
রাতে ঘুমানোর সময় গলা শুকিয়ে যায়? লক্ষণ ভালো নয়

প্রায় রাতেই কি ঘুমানোর সময় গলা শুকিয়ে যায়? যার কারণে ঘুম ভেঙ্গে যায়। শুধু শুধু গলা মুখ শুকিয়ে যায়? যদি প্রতিদিন আপনি এই সমস্যার মুখোমুখি হোন তাহলে দ্রুত এর সমাধান করুন। খুঁজে বের করুন কেন এই সমস্যা হচ্ছে।

মনে রাখবেন, জেরোস্টোমিয়া নামক রোগের কারণে মুখে লালা কমে যায়। যার কারণে এই ধরণের সমস্যা দেখা দেয়।

যেসব কারণে মুখ, গলা শুকিয়ে যায়…

* ঔষুধের প্বার্শ প্রতিক্রিয়ার কারণে এ রোগ হতে পারে।   * যারা ধুমপান ও অ্যালকোহল পান করে তাদেরও এই সমস্যা হতে পারে। কারণ যারা প্রতিদিন ধুমপান করে তাদের ৩৯ শতাংশ মুখের লালা উৎপাদন কমে যায়।

*শরীরে ডায়াবেটিস হলে মুখ শুকিয়ে আসতে পারে।

*রাতে ঘুমানোর আগে হতাশা কিংবা ব্যথা শিথিলতার জন্য যে ঔষুধ গুলো খেতে হয়, তার ফলেও মুখ শুকিয়ে আসতে পারে।