English Version
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০২০ ১৮:৪৮

ডালগোনা কফি

অনলাইন ডেস্ক
ডালগোনা কফি

উপকরণ:

কফি- ২ চা চামচ, দুধ- ২ কাপ, চিনি- ২ চা চামচ, গরম পানি- ২ চা চামচ, বরফ- ৫-৬টি।

প্রস্তুত প্রণালী:

একটি বাটিতে চিনি, গরম পানি ও কফি নিয়ে মেশান। ইলেকট্রিক বিটার/হ্যান্ড বিটার দিয়ে ফেটিয়ে ফোম বানিয়ে নিন।

কাপে বরফ ও আগে থেকে জ্বাল দিয়ে ঠান্ডা করে নেয়া দুধ দিয়ে তার ওপর দিয়ে কফির ফোম দিয়ে গুঁড়ো কফি ছড়িয়ে দিন। তৈরি হয়ে গেলো মজাদার ডালগোনা কফি।