English Version
আপডেট : ২৫ নভেম্বর, ২০১৯ ১১:৫৭

গত ২৩ নভেম্বর (শনিবার) হতে শুরু হয়েছে “International Art & Craft Fair 2019”

নিজস্ব প্রতিবেদক
গত ২৩ নভেম্বর (শনিবার) হতে শুরু হয়েছে “International Art & Craft Fair 2019”

প্রেস বিজ্ঞপ্তি

গত ২৩ নভেম্বর (শনিবার) হতে শুরু হয়েছে “International Art & Craft Fair 2019”। সাত(৭) দিন ব্যাপী এই মেলার শুভ উদ্বোধন করেন দেশ বরেণ্য চিত্র শিল্পী হামিদুজ্জামান খান। বিশেষ অতিথি হিসেবে উস্থিত ছিলেন শওকত আলী, যুগ্ম সচিব তথ্য মন্ত্রণালয়, গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং দেশ বরেণ্য চিত্র শিল্পী রণজিৎ দাস। নেপাল থেকে আগত বিশিষ্ট চিত্র শিল্পী দিপেন্দ্র বানাপালি ও ভারত থেকে আগত চিত্র শিল্পী লাইমি গাঙ্গুলি উপস্থিত ছিলাম। থিম ক্র্যাফট ও ক্রিয়েটিভ ইভেন্টিভ মার্কেটিং যৌথভাবে মেলাটির আয়োজন করেছেন।

অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, প্রধান অতিথি প্রফেসর হামিদুজ্জাম খান, বরেণ্য চিত্র শিল্পী, বাংলাদেশ।

উক্ত মেলায় বাংলাদেশ, ভারত ও নেপাল থেকে ২০ জন চিত্রশিল্পী অংশগ্রহণ করেছেন। এছাড়াও বাংলাদেশের প্রায় ২৬টি হস্তশীল্প প্রতিষ্ঠান এই মেলায় অংশ নিয়েছে।

মেলার মূল উদ্দ্যেশ্য হলো চারু শিল্পকে বৃত্তের বাইরে, সরাসরি জনসাধারণের কাছাকাছি নিয়ে যাওয়া। চিত্রশিল্পের বিপণন বৃদ্ধি ও জনসাধারণের সৃজনশীলতা বৃদ্ধি করা। কেননা, শিক্ষার পাশাপাশি সৃজনশীলতা একটি জাতিকে সৃষ্টিশীল হতে সহয়ায়তা করে। যার ফলে একটি জাতি ধীরে ধীরে হয়ে ওঠে সমৃদ্ধ।

প্রধান অতিথিঃ প্রফেসর হামিদুজ্জাম খান, বরেণ্য চিত্র শিল্পী, বাংলাদেশ

বিশেষ অতিথিঃ জনাব মোহাঃ শওকত আলী, জয়েন্ট সেক্রেটারী,

                                সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

বিশেষ অতিথিঃ জনাব রণজিৎ দাস, বরেণ্য চিত্র শিল্পী, বাংলাদেশ।

বিশেষ অতিথিঃ দিপেন্দ্র বানাপালি, বরেণ্য চিত্র শিল্পী, নেপাল।

বিশেষ অতিথিঃ লাইমি গাঙ্গুলি, বরেণ্য চিত্র শিল্পী, ভারত।

 

সময়সূচীঃ

উদ্বোধনী অনুশষ্ঠানঃ বিকেল ৪টা, ২৩ নভেম্বর, ২০১৯ইং

মেলার সময়ঃ প্রতিদিন জনসাধারণে জন্য সকাল ১১টা হতে রাত ৯টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।

স্থানঃ সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স, রোড-২, ধানমণ্ডি, ঢাকা, বাংলাদেশ।

 

নিবেদক

 

আহসান আহমেদ            আফম. নাজমুল আলম সজীব

CEO        CEO

Theme Craft       Creative Eventive marketing

Kataban, Dhaka, Bangladesh       Lalmatia, Dhaka, Bangladesh.