English Version
আপডেট : ১৫ আগস্ট, ২০১৮ ০৮:০৪

আজ দিনটি যেমন কাটবে আপনার

অনলাইন ডেস্ক
আজ  দিনটি যেমন কাটবে আপনার

আজ আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি সিংহ, আপনার ওপর প্রভাবকারী গ্রহ: রবি ও শুক্র। ১৫ তারিখে জম্ম হবার কারণে আপনার ওপর শুক্রর প্রভাব স্পষ্ট। আপনার শুভ সংখ্যা: ৬, ১৫, ২৪। আপনার শুভ বর্ণ: কমলা ও সাদা। শুভ গ্রহ ও বার: রবি ও শুক্র । শুভ রত্ন: রুবী ও হীরা।

চন্দ্রের অবস্থান: আজ চন্দ্র কন্যা রাশিতে অবস্থান করবে। ৪র্থী তিথি, সকাল: ৮:১৩ থেকে ৫মী তিথি চলবে।

মেষ রাশি (২১ মার্চ - ২০ এপ্রিল): মেষ রাশির জাতক জাতিকার দিনটি কিছুটা ঝামেলাপূর্ণ। বাড়ীতে কাজের লোকের অনুপস্থিতির কারণে ঝামেলা দেখা দেবে। সাংসারিক কাজ করতে করতে জাতিকারা অসুস্থ হয়ে পড়তে পারেন। কোনো মূল্যবান দ্রব্য হারিয়ে যেতে পারে। যাত্রা পথে সতর্ক থাকবেন। ব্যবসায়ীরা গোপন শত্রুর মোকাবেলা করতে পারেন।

বৃষ রাশি (২১ এপ্রিল - ২০ মে): বৃষ রাশির জাতক জাতিকাদের দিনটি শুভ সম্ভাবনাময়। বন্ধের দিন হওয়াতে পরিবার পরিজনকে দেশের বাড়ীতে পাঠাতে পারেন। সৃজনশীল মেধা বিকাশের সুযোগ পাবেন। ক্ষুদে বিদ্যার্থীরা কোনো চিত্রাঙ্কন প্রতিযোগীতায় সফল হতে পারেন। শিল্পী ও কলাকুশলীদের কাজের চাপ অব্যাহত থাকবে। প্রেমিকাকে নিয়ে আজ ঘুড়ে বেড়াতে পারেন। 

মিথুন রাশি (২১ মে - ২০ জুন): আজ মিথুন রাশির জাতক জাতিকাদের দিনটি শুভ সম্ভাবনাময়। পারিবারিক কাজে কোনো আত্মীয়ের সাহায্য পাবেন। আজ গৃহে আত্মীয় সমাগমের যোগ প্রবল। যানবাহন নিয়ে কোন ওয়ার্কশপে যেতে হতে পারে। প্রত্যাশিত কাজে অগ্রগতির সংবাদ পাবেন। আজ আসবাবপত্র ও গৃহস্থালী সামগ্রী বিক্রেতারা ভালো আয় রোজগার করতে পারবেন।

কর্কট রাশি (২১ জুন - ২০ জুলাই): আজ কর্কট রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। রাজনৈতিক ও সামাজিক যোগাযোগ থেকে লাভবান হবেন। সাহিত্যিক ও আবৃত্তিকারদের আজ দিনটি ভালো যাবে। সাংবাদিক বন্ধুদের কাজের ঝুঁকি বাড়তে পারে। কোনো গুপ্ত ষড়যন্ত্রের সংবাদ পেতে পারেন। ছোট ভাই বোনের সাফল্যে আনন্দিত হবেন। 

সিংহ রাশি (২১জুলাই - ২১ আগষ্ট): সিংহ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র যাবে। আজ আপনার আপ্যায়িত হওয়ার যোগ প্রবল। বাড়ীতে ভালো খানাপিনার আয়োজন করতে পারেন। শ্যালক শ্যালিকার আগমনের সম্ভাবনা প্রবল। বকেয়া কিছু ধারের টাকা ফেরত পেতে পারেন। খুচরা দোকানদার ও বিকাশ ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধি পাবে।

কন্যা রাশি (২২ আগষ্ট - ২২ সেপ্টেম্বর): কন্যা রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র যাবে। সামাজিক ও রাজনৈতিক ভাবে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। প্রশাসনিক কোনো ব্যক্তির সাহায্য পেতে পারেন। পিতার আর্শীবাদ ও দোয়ায় কোনো ঝামেলা থেকে রক্ষা পেতে পারেন। কোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতার সাথে দেখা হবার সম্ভাবনা।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর - ২১ অক্টোবর): তুলার জাতক জাতিকার দিনটি ভ্রমণে যাবে। হয়তো পরিবার পরিজন নিয়ে বিদেশ যাত্রার পরিকল্পনা করতে পারেন। ভিসা সংক্রান্ত কোনো ইন্টারভিউ দিতে পারেন। ব্যয় তুলনামূলক বৃদ্ধি পাবে। ট্রাভেল এজেন্ট ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের ভালো আয় রোজগার হবে। প্রবাসীদের দেশে আগমনের যোগ প্রবল।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর - ২০ নভেম্বর): আজ বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি শুভ। বন্ধুদের সাথে কোনো দাতব্য কাজ করতে পারেন। বাড়ীতে বড় ভাই বোনের আগমনের যোগ প্রবল। বকেয়া টাকা আদায় হতে পারে। কোনো ব্যবসায়ীক বিষয়ে আলাপ আলোচনা ফলপ্রসু হবে। কোনো বন্ধুর কাছ থেকে কিছু উপহার পেতে পারেন।

ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর): আজ ধনু রাশির জাতক জাতিকার দিনটি কর্ম ব্যস্ততার। বন্ধের দিন হওয়ার পরেও নানা রকম সামাজিক ও পারিবারিক কাজে ব্যস্ত হবার যোগ। আপনার কোনো কাজের জন্য প্রশংসিত হতে পারেন। প্রভাবশালী আত্মীয়র সাহায্য লাভের যোগ প্রবল। সরকারী আমলাদের আজ ব্যস্ততা বাড়বে। 

মকর রাশি (২১ ডিসেম্বর - ২০ জানুয়ারী): আজ মকর রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। হজ্ব যাত্রার যোগ রয়েছে। ধর্মীয় ও আধ্যাত্মীক কোনো ব্যক্তির সাহায্য পেতে পারেন। বিদেশ সংক্রান্ত কোনো ভালো সংবাদ আসতে পারে। পিতার সাথে কোনো মাহফিলে অংশ নিতে পারেন। আজ দান করলে আনন্দ পাবেন। 

কুম্ভ রাশি (২১ জানুয়ারী - ১৮ ফেব্রুয়ারী): কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। কাজে কর্মে কিছু ঝামেলা হবে। যাত্রা পথে নানা রকম বাধা বিপত্তির আশঙ্কা। পুলিশি হয়রানির সম্মূখীন হতে পারেন। কোনো বন্ধুর কাছ থেকে কিছু অর্থ ঋণ করতে হবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে ক্ষতির আশঙ্কা প্রবল। কারো মৃত্যু সংবাদে শোকাপ্লুত হতে পারেন। 

মীন রাশি (১৯ ফেব্রুয়ারী - ২০ মার্চ): মীন রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র যাবে। দাম্পত্য সুখ শান্তি ব্যহত হওয়ার আশঙ্কা প্রবল। বৈদেশিক কাজে অগ্রগতির সংবাদ পেতে পারেন। স্ত্রীর কোনো আত্মীয়ের সাহায্যে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। খুচরা ও পাইকারী পশু বাণিজ্যে জড়াতে পারেন। মানসিক অস্থিরতা দেখা দেবে।