English Version
আপডেট : ১ মার্চ, ২০১৮ ১৫:৩৪

সড়ক দুর্ঘটনা এড়াতে প্রয়োজন মানসিকতার বদল

সিফাতুল নাঈম নিলয়
সড়ক দুর্ঘটনা এড়াতে প্রয়োজন মানসিকতার বদল

 

প্রতিদিনই দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় ঝড়ে যাচ্ছে অনেক তাজা প্রাণ। দুর্ঘটনা আকস্মিক এবং তা প্রতিদিন ঘটে না, এমন কথা এখন আর খুব একটা মানসই না আমাদের দেশে।

প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনায় মানুষের অকালমৃত্যু ঘটছে। কোন এক পত্রিকাতে পরেছিলাম, একটি বেসরকারি সংস্থার গবেষণায় দেখা গেছে, ২০১৬ সালে সারাদেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় ৬ হাজার মানুষ। ২০১৭ সালে মৃতের সংখ্যা কিছুটা কমে ৫ হাজারের ঘরে নামে।

আর ২০১৮ সালের প্রথম দু’মাসেই দুর্ঘটনার পরিমাণ ব্যাপক হারে বেড়ে গেছে। আর হিসাব করলে সড়ক দুর্ঘটনায় গড়ে দৈনিক ১০ জনেরও বেশি মানুষ প্রাণ হারাচ্ছে।  ৯০% দুর্ঘটনার কারণ নিয়ন্ত্রণহীন গতি এবং চালকের বেপরোয়া মনোভাব ।

কী কী কারণে এত বেশি  দুর্ঘটনা ঘটে, কী কী পদক্ষেপ করলে দুর্ঘটনার হার কমিয়ে আনা সম্ভব, এসব বহু-আলোচিত। অতিরিক্ত গতিতে গাড়ি চালানো ও ঝুঁকিপূর্ণ যান চালানোর কারণেই প্রায় আশি শতাংশ পথ দুর্ঘটনা ঘটে।

আপনারা লক্ষ করলেই দেখতে পারবেন, প্রায়ই গাড়ি চালাতে চালাতে মোবাইল ফোনে কথা বলতে থাকে চালক। এছাড়া হেলমেট ও সিট বেল্ট ব্যবহারে অনীহাও রয়েছে আমাদের।

আমাদের ট্রাফিক আইন মেনে চলতেও একটু বেশিই কষ্ট হয় । যেমন বিভিন্ন সিগন্যাল এ আমরা যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ি, সি এন জি এবং মোটরসাইকেল এর সাথে হাডুডূ খেলতে খেলতে রাস্তা পার হই প্রতিদিন।

অনেক সময় একা আবার অনেক সময় আমাদের সাথে থাকে বাচ্চারাও। অথচ এই বাচ্চারাই তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ্যপুস্তকে পড়ছে ""Red Red Light--Red Red Light--What Do You Say--I Say Stop I Say Stop Right Away"" কিন্তু স্কুল থেকে বেরিয়েই তারা আমাদের হাডুডু খেলা দেখছে ।

কি শিখছে তারা আমাদের কাছ থেকে ! কতটুকুই বা আমরা তাদের শেখাতে পারছি ? সড়ক দুর্ঘটনা একা কোনভাবেই বন্ধ করা সম্ভব না। এজন্য প্রয়োজন ট্রাফিক আইন মেনে চলার ব্যাপারে আমাদের মানসিকতার বদল।

আসুন নিজেরা ট্রাফিক আইন মেনে চলি এবং অন্যকে উৎসাহ দেই ট্রাফিক আইন মেনে চলতে ।| আসুন নিজে সতর্ক হই এবং অন্যকে সতর্ক করি।

সিফাতুল নাঈম নিলয় এর ফেইসবুক পেইজ থেকে নেয়া ।