English Version
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০১৭ ১৫:৪৬

সম্পর্ককে শক্তিশালী করতে করণীয়

অনলাইন ডেস্ক
সম্পর্ককে শক্তিশালী করতে করণীয়

সম্পর্ককে সুদৃঢ় করে তুলতে গেলে মাঝে-মাঝেই কিছু অন্যরকম করে করতে হবে আপনাকে। ব্যক্তিগত জীবনে ছুটতে ছুটতে সম্পর্ককে গুরুত্ব দিতে অনেক সময়েই ভুলে যাই আমরা। তবে স্বামী-স্ত্রীর সম্পর্কের উষ্ণতাকে বজায় রাখতে গেলে পরস্পরকে ভালো করে বোঝার পাশাপাশি খানিকটা সময় দেওয়াও প্রয়োজন। সম্পর্ক নিয়ে সৎ হতে হবে আপনাকে, পাশাপাশি একে অপরের পাশে সারাক্ষণ থাকতে হবে, সব কথা খুলে বলতে হবে একে অন্যকে।

কিছুদিন গড়িয়ে গেলে অনেক সম্পর্কই একঘেয়ে হয়ে যায়। তাই সেটাকে জীবন্ত করে তুলতে গেলে দুজনেরই পদক্ষেপ নিতে হবে। মনে রাখবেন মানসিকভাবে সুস্থ থাকলে তবেই শারীরিকভাবেও সুস্থ থাকা সম্ভব। দেখে নিন, একঘেয়ে জীবনে কোন কোন উপায়ে ফিরিয়ে আনতে পারবেন ভালোবাসার নানা মুহূর্ত- ১। আলাদা সময়ে ঘুরতে যানঃ হয়ত আপনি ঠিক করে রেখেছেন একটি নির্দিষ্ট সময়ে দেখা করতে যাবেন বলে। সেটাকে বদলে কখনও কখনও অন্য সময়েও চলে যেতে পারেন। এতে সারপ্রাইজ দেওয়াও হবে, আবার স্বাদবদলও হবে। ২। ফোনকে দূরে সরিয়ে রাখুনঃ  যখনও ভালোবাসার মানুষকে সঙ্গ দেবেন তখন যতক্ষণ পারবেন নিজের মোবাইলকে সাইলেন্ট মোডে রাখতে ভুলবেন না। ঘনঘন ফোন বেজে ওঠা সুন্দর সময়কে বিষিয়ে তুলতে পারে। ৩। সঠিক প্ল্যানঃ  বহুদিন আগে ঠিক করে রাখা প্ল্যান ঠিক সময়ে এসে কাজ নাও করতে পারে। তাই সেই মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিন যা আপনার পার্টনারকে খুশি করবে। ৪। সারপ্রাইজ দিনঃ নির্দিষ্ট কোনও অনুষ্ঠান বা সময়ের দিকে তাঁকিয়ে সময় নষ্ট না করে সম্পর্ককে সুদৃঢ় করতে যখন-তখন সারপ্রাইজ দিতে পারেন নিজের সঙ্গীকে। ৫। রান্না করাঃ  সঙ্গীর জন্য রান্না করতে গেলে আপনাকে যে পাকা রাঁধুনি হতে হবে তার কোনও মানে নেই। মনে রাখবেন, একটা সামান্য ওমলেটও মন জয় করে নিতে পারে আপনার সঙ্গীর। ৬। লক্ষ্যহীন ঘুরে বেড়ানোঃ  গাড়িতে হোক বা বাইকে কোনও নির্দিষ্ট গন্তব্য ঠিক না করেই বেরিয়ে পড়ুন সঙ্গীকে নিয়ে। আপনার এই ঘুরে বেড়ানো গন্তব্যহীন হলেও সম্পর্ককে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে সাহায্য করবে।