English Version
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০১৭ ১৫:৩৫

চুল পেকে যাচ্ছে! ঘরোয়া উপায়ে পাকা চুলের সমস্যা সমাধান করুন

অনলাইন ডেস্ক
চুল পেকে যাচ্ছে! ঘরোয়া উপায়ে পাকা চুলের সমস্যা সমাধান করুন

সকলেই চায় তার সৌন্দর্য বৃদ্ধি পাক। এ কারণে সে সংশ্লিষ্ট বিষয়ে সব রকম চেষ্টা অব্যাহত রাখে। এক্ষেত্রে মাথার চুল হলে তো কোনো কথাই নেই।

মাথার চুল কালো থাক কে না চায়। মাথার চুল কালো রাখতে তাই কত কিই না করে মানুষ। কিন্তু এরমধ্যে যদি মাথার কয়েকটা পাকা চুল উঁকি মারে, তখন যেন বুক ধড়পড় করে ওঠে। আর সেটা সঙ্গে সঙ্গে পার্লারে গিয়ে চুল রং করিয়ে নেয় কিংবা চুপি চুপি বাড়িতে নিজেই রং করিয়ে নিতে হয়।

কিন্তু এই রংয়ের যে কেমিক্যাল থাকে তা আদপে চুলের পক্ষে ক্ষতিকারক। কিন্তু এই সমস্যা যখন আছে, তখন এটার সমাধানও রয়েছে। আপনি জানেন কি সেই সমাধান আছে আপনার রান্নাঘরেই। চলুন জেনে নেই- এই সমস্যা সমাধানে কী কী উপাদান দরকার? আদা, এক চামচ মধু এবং এক চামচ অলিভ অয়েল। কীভাবে তৈরি করবেন এই মিশ্রণ? এই মিশ্রণ বাড়িতে তৈরি কার মোটেই কঠিন কাজ নয়। প্রথমে আদাটিকে ভাল করে গ্রেট করুন। এরপর আদার রস বের করুন। তারপর, একটি পাত্রে আদার রস ঢেলে, এরসঙ্গে মধু ও অলিভ অয়েল মেশান। ব্যস, এবার ভেজা চুলে এই মিশ্রণ লাগান। তারপর শাওয়ার ক্যাপ পরে ৪০ মিনিট রেখে দিন। এরপরে ভালো করে, শ্যাম্পু করে নিন। এটা শুধু চুল কালো রাখে না। চুলের গোছ বাড়ায়, খুশকি কমায়, চুল পড়া কমায়।