English Version
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৭ ১৬:৩৯

টিভি দেখলেই ডেকে আনতে পারে বন্ধ্যাত্ব

অনলাইন ডেস্ক
টিভি দেখলেই ডেকে আনতে পারে বন্ধ্যাত্ব

আপনি কী খুব বেশি টেলিভিশন দেখছেন? যদি তাই হয়ে থাকে তাহলে এখনই আপনি সাবধান হোন। সম্প্রতি আমেরিকান জার্নাল অফ এপিডেমিওলজিতে প্রকাশিত এক গবেষণা বলছে, অতিরিক্ত টেলিভিশন দেখলে পুরুষদের মধ্যে বন্ধ্যাত্ব দেখা দিতে পারে।

ওই গবেষণায় পুরুষদের জন্য এ সতর্কবাণীই শোনাচ্ছে। অতিরিক্ত টেলিভিশন দেখলে পুরুষদের মধ্যে যেভাবে বন্ধ্যাত্ব ডেকে আনতে পারে? গবেষণাটি বলছে, কোনো পুরুষ যদি দিনে ৫ ঘণ্টার বেশি টিভি দেখেন। তাহলে তার স্পার্ম কাউন্ট কমতে থাকে। এর কারণ হচ্ছে, মাত্রার অতিরিক্ত টেলিভিশন দেখায় শরীরের মধ্যে একটা অলস বা আলসেমি ভাব চলে আসে। অনেকেরই আবার টেলিভিশন দেখতে দেখতে হাই-ক্যালোরি জাঙ্ক ফুড খাওয়ার অভ্যাস থাকে। এ দুইটার ক্ষতিকারক প্রভাব পড়ে স্পার্ম কাউন্টে। সমীক্ষা করে দেখা গেছে, যে সকল ব্যক্তি দিনে ৫ ঘণ্টার বেশি টিভি দেখেন, তাদের স্পার্ম কাউন্ট অন্যদের থেকে প্রায় ৩৮ শতাংশ কম। গবেষণাটিতে আরো বলা হয়েছে, খেলাধুলো, কাজ, ব্যায়াম এসব কিছু মিলিয়ে যেসব পুরুষ সর্বমোট দিনে ১৫ ঘণ্টা শারীরিকভাবে সক্রিয়, তাদের ক্ষেত্রে স্পার্ম কাউন্ট শারীরিকভাবে নিষ্ক্রিয়দের থেকে প্রায় তিন-চতুর্থাংশ বেশি হয়। তবে গবেষণাটিতে এটাও বলা হচ্ছে, অতিরিক্ত শারীরিক পরিশ্রমও নাকি আবার শরীরের পক্ষে খারাপ। কারণ টা নাকি অতিরিক্ত শারীরিক পরিশ্রমেও শুক্রাণু কোষের মৃত্যু ঘটে।