English Version
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৭ ১৪:১৮

‘রিলেশনশিপ’ সংক্রান্ত যে ১০টি প্রশ্ন বেশি সার্চ হয় গুগলে

অনলাইন ডেস্ক
‘রিলেশনশিপ’ সংক্রান্ত যে ১০টি প্রশ্ন বেশি  সার্চ হয় গুগলে

কিছু জানার হলেই বর্তমান প্রজন্ম সাহায্য নেয় গুগলের। কিন্তু এমনটা মনে পড়ছে না যে, সম্পর্ক-প্রেম-ভালবাসা নিয়ে প্রশ্নের উত্তর দিতেন সিধু জ্যাঠা! সেদিক থেকে আবার এক ধাপ এগিয়ে গুগল। 

এক ঝলকে দেখে নেওয়া যাক, ২০১৭ সালে সম্পর্কের টানাপোড়েন নিয়ে কোন ১০টি প্রশ্ন সব থেকে বেশি বার জিজ্ঞেস করা হয়েছে গুগলকে—  ১। দূরে থেকে কী ভাবে একটা সম্পর্ক ঠিক রাখা যায়? ২। ফেসবুকে ‘রিলেশনসিপ স্টেটাস’ কী ভাবে বদলাতে হয়? ৩। কোনও সম্পর্কের প্রতি বিশ্বাস কী ভাবে গড়ে তুলতে হয়? ৪। ‘পলি রিলেশনশিপ’— এর অর্থ কী? ৫। সম্পর্কে হালকা চিড় ধরেছে! কী ভাবে বাঁচানো যায় এই সম্পর্ক? ৬। ‘ওপেন রিলেশনশিপ’— এর অর্থ কী? ৭। প্রেম ভেঙে গিয়েছে! কী করে ভুলে থাকবেন তাঁকে? ৮। সম্পর্কে তিক্ততা, গালমন্দ! কী করে বেরিয়ে আসবেন এমন সম্পর্ক থেকে? ৯। কী করে বুঝবেন যে, প্রেমের সম্পর্কটি এবার শেষ? ১০। একটি সুন্দর-স্বাভাবিক সম্পর্ক কেমন হয়?