English Version
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৭ ১৪:১৭

কোন চারটি রাশির পুরুষদের প্রতি বেশি আকৃষ্ট হন মেয়েরা

অনলাইন ডেস্ক
কোন চারটি রাশির পুরুষদের প্রতি  বেশি আকৃষ্ট হন মেয়েরা

কথায় বলে ‘রাম মিলায়ে জোড়ি’। কিন্তু, সেই জোড়ি হয় কী করে! কেউ বলে, জন্মের সময়েই ঠিক হয়ে যায় একটি মানুষের সঙ্গী কে হবে। 

কিন্তু, কে কার সঙ্গী হবেন তা জানা তো আর মুখের কথা নয়! তাই জীবনের হিসেব মেলানো হয় রাশির মাধ্যমে। কোন দুই রাশির মধ্যে সদ্ভাব থাকে, তার উপরেই বিচার করা হয় জীবনসঙ্গীর। এক এক রাশির এক এক রকম গুণ থাকে। কেউ বিশ্বাসভাজন হয়, কেউ আবার হয় একেবারে তার বিপরীত। কেউ তার সঙ্গীকে সব কিছু দিয়ে সুখি করতে চায়, কেউ আবার সুখ খোঁজে অন্যত্র। জেনে নেওয়া যাক, ১২টি রাশির মধ্যে, কোন ৪টি রাশির পরুষদের সব থেকে বেশি আকর্ষণ করে মহিলাদের—  মকর— এদের সর্বদাই খুব সুখি সুখি ভাব। ব্যক্তিত্বও বেশ চার্মিং। ফলে মেয়েরা খুব তাড়াতাড়ি এদের প্রতি আকৃষ্ট হয়। সিংহ— এরা মনের দিক থেকে খুব ভাল হয়। অন্যদের তুলনায় বেশ রোম্যান্টিক হয়। এদের সঙ্গে মেয়েরা ফ্লার্ট করতেও পিছ-পা হয় না। তুলা— প্রেম ও কর্তব্য, দু’টি দিকই এরা সুন্দর ভাবে ব্যালান্স করে চলে। অন্য রাশির তুলনায় এই রাশির পুরুষদের স্টাইল খানিক আলাদা, যা মেয়েদের আকৃষ্ট করে। মিথুন— মেয়েদের আকৃষ্ট করার ব্যাপারে সব থেকে ‘লাকি’ এই রাশির পুরুষরা। এরা অত্যন্ত নরম স্বভাবের হয়। এবং রোম্যান্টিকও।