English Version
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৭ ১৩:১৬

ইমারজেন্সি কনট্রাসেপটিভ পিল নিয়ে কিছু ভুল ধারনা

অনলাইন ডেস্ক
ইমারজেন্সি কনট্রাসেপটিভ পিল নিয়ে কিছু ভুল ধারনা
অসংরক্ষিত যৌনমিলনের পর ইমারজেন্সি কন্ট্রাসেপটিভ পিলস বা আপদকালীন গর্ভনিরোধক ওষুধের ব্যবহার  আকছারই হয় চারপাশে। তবুও অনেকের মধ্যেই থেকে যায় নানারকম সন্দেহ। ওঠে কিছু প্রশ্নও, যার সমাধান দিতে পারেন একমাত্র চিকিৎসকই। তবে এক্ষেত্রে নিজেদেরও কিছুটা জেনে রাখা প্রয়োজন।
ইসিপি-ই একটি গ্রুপেরই রয়েছে এবং তা একমাত্র বিকল্প। যে কোনও ভাবে এটা খেতেই হবে।
বাস্তব- বাজারে অনেক রকমের ইসিপি থাকে। তবে কোনটায় সাইড এফেক্ট কম হবে তা বলতে পারবেন চিকিৎসকই। তাই বয়ফ্রেন্ডের সঙ্গে নিয়মিত মেলামেশার অভ্যেস থাকলে, একবার ডাক্তারের সঙ্গে পরামর্শ করার পরই ব্যাগে ইসিপি রাখুন৷বমি পাওয়া, অ্যাবডোমিনাল ক্র্যাম্পের মতো সমস্যাগুলো যদি ইসিপি নেওয়ার পর হতে থাকে, তাহলেও ডাক্তারের পরামর্শেই ওষুধ খেতে হবে।
ইসিপি গর্ভপাত করায়।
বাস্তব-আদৌ না, এই ধরনের গর্ভনিরোধক ওষুধ শুধুমাত্র ওভিলিউশন প্রক্রিয়াকে হতে বাধা দেয়। ফলে ফ্যালোপিয়ান টিউবে স্পার্ম থাকলেও কোনও এগ না পেয়ে তা নিষ্ক্রিয় হয়ে পড়ে তিনদিনের মধ্যে। তাই অসংরক্ষিত যৌনমিলনের পর যত দ্রুত সম্ভব ওষুধ খেতে হবে। কিন্তু চার-পাঁচদিন দেরি হলে প্রেগনেন্সি একবার এসে গেলে এই ওষুধ আর কাজ করতে পারে না।
গতকাল রাতে ঘটনাটি ঘটেছে। পরদিন সকালে ইসিপি নেওয়া নিরাপদ?
বাস্তব- কোনও অসুবিধা নেই। ৭২ ঘণ্টার মধ্যে খেলেই হল। তবে কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত করে বলা যায় না। পরের দিন সকাল পর্যন্ত অপেক্ষা করার কোনও মানে হয় না।
আজকে ইসিপি খেয়েছি, কালকে আবার সহবাস হতেই পারে।
বাস্তব-আজ ইসিপি খাওয়ার দুদিন পরেই যদি অসুরক্ষিত যৌন সম্পর্ক স্থাপন করেন, তবে আগের ইসিপি সেখানে কোনও কাজ করবে না। তাতে বেড়ে যাবে প্রেগনেন্সির সম্ভাবনা৷কারণ আগের সহবাসের পর কয়েকদিন পর্যন্ত ফ্যালোপিয়ান টিউবে এগের অপেক্ষায় কিছু স্পার্ম তখনও থেকে যায়। ফলে আনপ্রোটেক্টেড সেক্সে বাড়বে রিস্কও।
বেশি খেলে ভবিষ্যতে মুশকিল।
বাস্তব- ইসিপি খেলে ভবিষ্যতে গর্ভধারণের ক্ষমতা কমে যায়, এরকম কোনও পরীক্ষিত সত্য এখনও পাওয়া যায়নি।
যে কেউ খেতে পারেন।
বাস্তব- না, একেবারেই নয়৷ যারা মাইগ্রেন, জন্ডিস বা হার্টের সমস্যায় ভুগছেন, তারা এটি খাবেন না।