English Version
আপডেট : ৪ ডিসেম্বর, ২০১৭ ১৫:৫৩

ভাগ্য খোলে ফাঁকা দাঁতে!

অনলাইন ডেস্ক
ভাগ্য খোলে ফাঁকা দাঁতে!

প্রজ্ঞাপূর্ণ অর্থে ভাগ্য হল একটি অতিপ্রাকৃত এবং নির্ণায়ক ধারণা যেখানে কিছু শক্তি (যেমন দেবতা বা আত্মা) আছে যা পদার্থবিজ্ঞানের নির্দিষ্ট কিছু নিয়মানুযায়ী ঘটতে পারে। ভাগ্যের সংজ্ঞা দার্শনিক, ধর্মীয়, রহস্যময়তা এবং আবেগের দ্বারা ভিন্ন ভিন্ন ভাবে ব্যাখ্যা করা হয়। জেনে হয়তো অবাক হবেন যে, দাঁতের ওপর ভাগ্য অনেকাংশে নির্ভর করে। এমনকি কার স্বভাব কেমন হবে, তাও অনেকাংশে দাঁতের গঠন বিশ্লেষণ করে বলে দেয়া সম্ভব। সম্প্রতি প্রাচীন নথি ঘেঁটে এমনটাই দাবি করেছেন বিশেষজ্ঞরা। জেনে নেয়া যাক গবেষকরা একাধিক প্রাচীন নথি ঘেঁটে দাঁতের গঠন বিশ্লেষণ করে আর কী কী তথ্য পেয়েছেন- * যাদের দুই দাঁতের মাঝে ফাঁকা থাকে, তারা খুব সাহসী ও আত্মবিশ্বাসী হয়ে থাকেন। * যাদের দাঁতের গঠন এমন, তারা সাধারণত খুব বুদ্ধিমান এবং ক্রিয়েটিভ হন। শুধু তাই নয়, এরা যে কোনো কাজ খুব উৎসাহের সঙ্গে করে থাকেন। যে কারণে সফলতা এদের প্রতিদিনের সঙ্গী হয়। * যাদের সামনের পাটির দাঁতে ফাঁকা থাকে, তারা কর্মজীবনে খুব সফল হন। শুধু তাই নয়, জীবনে এত বড় কাজ করেন যে, বাকিরা একটা সময়ে গিয়ে তাদের আইডল হিসেবে মানতে শুরু করেন। * তারা যদি ঠিক করে ফেলেন কাজটা করবেন, করেই ছাড়েন। এক কথায় জীবনে সফল হতে গেলে যেই গুণগুলো থাকার দরকার তা সবই খুঁজে পাওয়া যায় তাদের মধ্যে। বিপজ্জনক কাজেও পিছপা হন না তারা। * তারা সব কাজ গুছিয়ে করতে পছন্দ করেন। সফলতার চিন্তা না করেই যে কোনো কাজে নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করেন। * এ ধরণের দাঁতের গঠনের যারা, তারা চিন্তাভাবনা না করেই হুট করে সিদ্ধান্ত নেন। তাই অনেক সময় নানা অসুবিধায় জড়িয়ে পড়েন তারা। এমন মানুষেরা কথা বলতে খুব ভালবাসেন। তাই তো বন্ধু বা চেনা-জানা লোকেদের মাঝে থাকতে এরা খুব পছন্দ করেন। * এ ধরণের মানুষ খুব পেটুক হয়ে থাকেন মানে খেতে ভালবাসেন। শুধু চেনা খাবার নয়, এমন মানুষেরা যে কোনো ধরনের খাবার পেলেই খুশি হয়ে যান। কীভাবে টাকা খরচ করতে হয় তারা খুব ভালভাবেই জানেন। তাই তো জীবনে কখনও অর্থনৈতিক সংকটে পড়তে হয় না এমন মানুষদের।

ঢাকাপোস্ট/০৪ডিসেম্বর/এবি