English Version
আপডেট : ৪ ডিসেম্বর, ২০১৭ ১১:২৫

শরীরে রোদ লাগলে পুরুষের এই বিশেষ পরিবর্তন হয়

অনলাইন ডেস্ক
শরীরে রোদ লাগলে পুরুষের এই বিশেষ পরিবর্তন হয়

 

 

যৌনতা বৃদ্ধির জন্য কত কিছুই না করে থাকেন অনেক৷ আর তার জন্য টাকাকড়িও কম খরচ হয় না৷ কিন্তু অনেকেই জানেন না বিশেষ সময়ের সুখকে চরম পর্যায়ে পৌঁছে দিতে প্রকৃতিই নিরন্তর রসদ জুগিয়ে চলেছে৷ প্রয়োজন শুধু তার সবটুকু লুটে নেওয়ার মানসিকতা৷ না খাদ্য নয়, নয় কোনও ওষুধ, এ হল রোদ৷

অবাক হচ্ছেন? এমনটাই কিন্তু শোনা গিয়েছে৷ এক গবেষণায় নাকি উঠে এসেছে, সূর্যকিরণ পুরুষের উত্তেজনা বাড়িয়ে তুলতে সক্ষম৷ সূর্যালোকের ভিটামিন ডি এই উত্তেজনাতেই নাকি ইন্ধন জোগায়৷

অনেকেই সি-বিচে রোদ পোহান, বিকিনিতে সূর্যকিরণ মহিলারা মেখে নেন কোমল পেলব শরীরে৷ বাদ যান না পুরুষেরাও৷ তবে এই রোদ শরীরে আরাম দিলেও, পুরুষের ক্ষেত্রে নাকি অন্য আরেকটি কাজও করে থাকে, আর তা হল যৌন উত্তেজনা বাড়িয়ে তোলা৷

সূর্যোর ভিটামিন ডি পুরুষের শরীরে টেস্টোস্টেরনের পরিমাণ বৃদ্ধি করলে তা যৌন উদ্দীপনা বাড়িয়ে তুলতে সাহায্য করে৷ তাই কৃত্রিম উপায় নয়, প্রয়োজনে গায়ে মাখুন বেশি করে সূর্যকিরণ!

ঢাকাপোস্ট/০৪ডিসেম্বর/এইউ