English Version
আপডেট : ৯ নভেম্বর, ২০১৭ ০৪:০৬

হঠাৎ চামড়া উঠছে হাতের?

অনলাইন ডেস্ক
হঠাৎ চামড়া উঠছে হাতের?

শীতের পরশ কিছুটা গায়ে লাগার পরেই শরীরে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। বিশেষ করে, যাদের ঠাণ্ডার সমস্যা রয়েছে, তারা খুব সহজেই এই সময়ে অসুস্থ হয়ে যায়। আর কার্তিক মাসেই মূলত হাতের বা পায়ের চামড়া উঠার সমস্যা খুব বেশি প্রকট হয়।

এসময় আঙ্গুলের মাথা থেকে শুরু করে হাতের ও পায়ের তালু সব খসখসে হয়ে যায় এবং চামড়া উঠতে থাকে। অনেকের হাত-পায়ে জ্বালা ও চুলকানির সমস্যাও বেড়ে যায়। তবে এসব থেকে রক্ষা পেতে কোন উপায় জানা আছে কি? যদি জানা না থাকে, তাহলে আসুন কিছু উপায় জেনে নেয়া যাক-

১। হাতের জন্য তিলের তেল, গ্লিসারিন ও গোলাপজল সমপরিমাণে মিশিয়ে ব্যবহার করতে পারেন। তিলের তেলের পরিবর্তে জলপাইয়ের তেলও ব্যবহার করতে পারেন।

২। পায়ের জন্য মধু, গ্লিসারিন, লেবুর রস ও ঘৃতকুমারীর রস একসঙ্গে মিশিয়ে লাগাতে পারেন।

৩। সয়াবিন গুঁড়া হাত ও পায়ের জন্য খুবই ভালো। বাজার থেকে সয়াবিন কিনে কড়াইয়ে তেল দিয়ে হালকা আঁচে কিছুক্ষণ নেড়ে গুঁড়া করে সেটা দিয়ে হাত ও পা ধুতে পারেন। এটা পরিষ্কারের পাশাপাশি ময়েশ্চারাইজারের ভূমিকা রাখে। এভাবে হাত-পা পরষ্কার রাখলে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে গ্লিসারিন ব্যবহার করলে চামড়া উঠা বন্ধ করা যায়।

৪। হাতের মরা চামড়া তুলতে ঘরে তৈরি স্ক্রাব ব্যবহার করতে পারেন। স্ক্রাব তৈরি করতে- ২চা চামচ গুড়ো দুধ, ১ টেবিল চামচ অলিভ অয়েল এবং ১ টেবিল চামচ চিনি একত্রে খুব ভালো করে মিশিয়ে পেস্ট তৈরী করুন। ভাল ফলাফল পেতে পেস্টের সাথে লেবুর রস ব্যবহার করতে পারেন। পেস্ট তৈরি হয়ে গেলে তা হাতে লাগিয়ে কিছু সময় অপেক্ষা করুন। ১০-১৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ভাল করে ঘষে ঘষে হাত ধুয়ে নিন।

৫। হাতে চামড়া উঠা সমস্যার আরেকটি কার্যকরী প্রাকৃতিক সমাধান হলো- জবা ফুল। ২-৩ টি জবা ফুল হাতে ঘষে রেখে আপনি আপনার স্বাভাবিক কাজকর্ম করতে পারেন। যতক্ষণ সম্ভব ম্যাসেজটা হাতে রাখুন। দিনে দুই বার করে টানা কয়েকদিন জবা ফুল ট্রিটমেন্ট চালাতে পারেন। এটা অবশ্যই কাজ দেবে।