আজ আপনার দিনটি কেমন যাবে আপনার?

আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য মতে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: রবি ও মঙ্গল। ১ তারিখে জম্ম হবার কারনে আপনার ওপর রবির প্রভাব স্পষ্ট। আপনার শুভ সংখ্যা: ১,১০,১৯,২৮। আপনার শুভ বর্ণ: কমলা ও লাল। শুভ গ্রহ ও বার: মঙ্গল ও রবি। শুভ রত্ন: রুবী ও রক্ত প্রবাল। চন্দ্রের অবস্থান: আজ চন্দ্র মীন রাশিতে অবস্থান করবে। ১২শী তিথি বিকাল: ০৩:১৭ পর্যন্ত পরে ১৩শী তিথি চলবে।
মেষ রাশি (২১ মার্চ - ২০ এপ্রিল): মেষ রাশির জাতক জাতিকাদের দিনটি ভ্রমনের । অফিশায়াল বা বাণিজ্যিক কাজের জন্য দূরে কোথাও ভ্রমন করতে পারেন। ব্যবসায় আয় উন্নতি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ট্যুর অপারেটর বা ট্রাভেল এজেন্টদের দিনটি লাভদায়ক। বৈদেশীক বাণিজ্যের সাথে জড়িতদের নতুন কোনো অর্ডার আসবে। প্রবাসীদের কর্মস্থলে সাফল্য লাভের যোগ বলবান।
বৃষ রাশি (২১ এপ্রিল - ২০ মে): বৃষ রাশির জাতাক জাতিকার ব্যবসা বাণিজ্যে উন্নতি হতে থাকবে। আর্থিক অবস্থা বলবান হয়ে উঠবে। বিদেশ থেকে কোনো অর্থ পেতে পারেন। প্রবাসী বন্ধু বা বড় ভাই-বোনের কাছ থেকে অর্থ পেতে পারেন। কোনো বন্ধুকে অর্থ সাহায্য করতে হতে পারে। ব্যবসায় নতুন বিনিয়োগ শুভ। বড় ভাই বোনের সাহায্য পাবেন। মিথুন রাশি (২১ মে - ২০ জুন): মিথুন রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়,বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন। ভাগ্য উন্নতিতে কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্য আশা করা যায়। আয় উন্নতি বৃদ্ধি পাবে। বিকালের পরে চাকরীজীবীরা ভালো সংবাদ পেতে পারেন। কর্মস্থলে আপনি নতুন দায়িত্ব পেতে চলেছেন। পিতার সাহায্য আশা করতে পারেন।
কর্কট রাশি (২১ জুন - ২০ জুলাই): কর্কটের জাতক জাতিকারা সকালের দিকে কিছু ঝামেলার সম্মূখীন হবেন। ঋণ সংক্রান্ত জটিলতা দেখা দিতে পারে। ঝুঁকি পূর্ণ খেলায় বিনিয়োগ না করাই ভালো। বিদেশ থেকে কিছু অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। প্রশাসনের কর্মকর্তারা ভালো ফল পাবেন। বিকালের পরে ধর্মীয় ও আধ্যাত্মীক কাজ কর্ম শুভ। জীবীকার জন্য বিদেশ যাত্রার যোগ বলবান।
সিংহ রাশি (২১জুলাই - ২১ আগষ্ট): সিংহ রাশির জাতক জাতিকাদের দিনটি ভালো যাবে। কর্মস্থলে আপনার সম্মান বৃদ্ধির যোগ। কোনো প্রভাবশালী লোকের সাথে সম্পর্ক গড়ে উঠবে। চক্ষু বা কর্ণ পীড়া দেখা দিতে পারে। প্রবাসীরা লাভবান হবেন। বিকালের দিকে আপনার আর্থিক অবস্থা বলবান হয়ে উঠবে। বাড়ীতে কোন আত্মীয়র আগমন হতে পারে। খাদ্য ব্যবসায় ভালো আয়ের যোগ।
কন্যা রাশি (২২ আগষ্ট - ২২ সেপ্টেম্বর): সকালের দিকে কাজের লোকের সাথে বা অধিনস্ত কর্মচারীদের সাথে ভুল বুঝাবুঝি হতে পারে। কর্মস্থলে সহকর্মীদের কারো দ্বারা গোপন শত্রুতার শিকার হতে পারেন। বিকালের দিকে ব্যবসা বাণিজ্যে ভালো আয় রোজগার হতে পারে। দাম্পত্য সুখ শান্তি ফিরে পাবেন। আর্থিক অবস্থার উন্নতি আশা করা যায়।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর- ২১ অক্টোবর): তুলা রাশির দিনটি কিছুটা বাধা বিপত্তির। সকাল থেকেই কাজ কর্মে অলসতা ও ঝামেলা দেখা দেবে। ব্যবসায়ীক যোগাযোগে বাধা আসতে পারে। আজ আপনার কর্মচারী ও কাজের লোকেদের কারনে কোনো ক্ষতির সম্মূখীন হতে পারেন। রাগ ও জেদ নিয়ন্ত্রনের চেষ্টা করুন। শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর - ২০ নভেম্বর ): বৃশ্চিক রাশির জাতক জাতিকার বিদ্যার্থীরা কোনো পরীক্ষায় প্রত্যাশা পূরণের সুযোগ পাবেন। সকালে মায়ের সাথে পারিবারিক পরিস্থিতি নিয়ে কোন আলোচনা সফল হতে পারে। বিকালের দিকে সৃজনশীল কাজের জন্য দেশের কোনো দূরবর্তী অঞ্চলে যেতে হতে পারে। যোগাযোগ মাধ্যম দ্বারা কোনো প্রেমের প্রস্তাব পেতে পারেন। প্রেমে প্রতারিত হবার আশঙ্কাও যথেষ্ট রয়েছে। শিল্পীদের বিকালের পর সময় শুভ।
ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর): আজ ধনু রাশির জাতক জাতিকার জন্য সকালটা ভালো যাবে না। কোন রহস্যজনক সংবাদ পেতে পারেন। বৈদেশীক কোনো অর্ডার বাতিল হতে পারে। প্রতিবেশীর সাথে কোনো কারনে ভুল বুঝাবুঝির শিকার হবেন। ছোট ভাই বোনের সাথে সম্পর্কের অবনতি ঘটতে পারে। বিকালের দিকে পারিবারিক কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারেন। ব্যবসায়ীক প্রত্যাশা পূরণের যোগ রয়েছে।
মকর রাশি (২১ ডিসেম্বর - ২০ জানুয়ারী): মকর রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। রহস্যজনক উৎস থেকে ধন লাভের যোগ বলবান। বিদেশ থেকে কিছু অর্থ লাভের সম্ভাবনা। সঞ্চয়ের প্রচেষ্টা সকালের দিকে সফল হবে। বিকালের দিকে সময় কিছুটা ঝামেলা পূর্ণ। মানি এক্সেঞ্জ ব্যবসা বা বিকাশের ব্যবসায় কোনো জটিলতার আশঙ্কা প্রবল। ছোট ভাই বোনের বিয়ের কথাবার্তায় অগ্রগতি হবে।
কুম্ভ রাশি (২১ জানুয়ারী -১৮ ফেব্রুয়ারী): আজ কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। সকালের দিকে ব্যবসা বাণিজ্যে আশানুরুপ অর্থ লাভের যোগ রয়েছে। নৌ-পরিবহনের ব্যবসায় ভালো আয় করতে পারবেন। জীবন সাথীর সাথে কিছু ভুল বুঝাবুঝি এড়িয়ে চলতে হবে। বিকালের পর সময় কিছুটা প্রতিকূল হয়ে উঠবে। ঋণ পরিশোধের তাগাদা পেতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারী - ২০ মার্চ): আজ দিনটি ব্যয় বহুল থাকবে। বিদেশ যাত্রা বা দূরদেশ যাত্রার যোগ প্রবল। প্রবাসীরা আজ কর্মস্থলে সফল হবেন। ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সী ব্যবসায় ভালো আয় হবে। বিকালে কোনো সামাজিক বা সাঙ্গঠনিক কাজে ব্যস্ত থাকতে পারেন। আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। জীবন সাথীর জন্য কোনো উপহার ক্রয় করতে পারেন।