শুক্রবার দিনটি আপনার কেমন যাবে?

আজ আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি বৃশ্চিক, আপনার ওপর প্রভাবকারী গ্রহঃমঙ্গল। ২৭ তারিখে জম্ম হবার কারণে আপনার ওপর মঙ্গলের প্রভাব স্পষ্ট।
আপনার শুভ সংখ্যা : ৯,১৮,২৭। আপনার শুভ বর্ণ : লাল। শুভ গ্রহ ও বার : মঙ্গল । শুভ রত্ন : রক্তপ্রবাল । চন্দ্রাবস্থান : আজ চন্দ্র মকর রাশিতে অবস্থান করবে। ৭মী তিথি সকাল: ১১টা ৪০ পর্যন্ত পরে ৮মী তিথি চলবে।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) : আজ মেষ রাশির জাতক জাতিকার জাতিকার দিনটি কিছুটা ব্যস্ততার। কোনো দাতব্য কাজে অংশ নিতে পারেন। সাংঠনিক কাজের জন্য দূরে কোথাও যাওয়ার যোগ রয়েছে। আপনার প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা বৃদ্ধি পাবে। রাজনৈতিক প্রভাব প্রতিপত্তির কারণে আপনার কিছু গোপন শত্রু সৃষ্টি হতে পারে।
বৃষ রাশি ( ২১ এপ্রিল - ২০ মে) : আজ বৃষ রাশির জাতিকার ভাগ্য কিছুটা সু প্রসন্ন হবার যোগ রয়েছে। বিদেশ যাত্রা বা বৈদেশিক বাণিজ্যে ভালো আয়ের সম্ভাবনা দেখা যায়। উচ্চ শিক্ষার ক্ষেত্রে কোন ধরণের রহস্যজনক বাধা বিপত্তি দেখা দেবে। শরীর ভালো যাবে না। আজ ধর্মিয় ও আধ্যাত্মীক কাজ কর্মে লাভবান হবেন। ট্রাভেল এজেন্সী ব্যবসায় ভালো আয় হতে পারে।
মিথুন রাশি (২১ মে - ২০ জুন) : মিথুন রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময় । তবে ঋণ সংক্রান্ত জটিলতা দেখা দেবে। পাওনা টাকা আদায় করতে বাধাগ্রস্ত হবেন। বিদেশ থেকে কোনো খারাপ সংবাদ পেতে পারেন। আপনার আর্থিক সঙ্কট প্রকট হতে পারে। বুঝে শুনে খরচ করুন। আজ চলাফেরায় সতর্ক হতে হবে। রাস্তাঘাটে পুলিশ প্রশাসনের কারো দ্বারা হেনস্তার শিকার হতে পারেন।
কর্কট রাশি (২১ জুন - ২০ জুলাই) : আজ কর্কট রাশির জাতক জাতিকাদের দিনটি ভালো যাবে। দম্পতিদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হলেও তা কেটে যাবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যে কোনো মতানৈক্য দেখা দিতে পারে। কোনো আত্মীয়র বাসায় বেড়াতে যেতে পারেন। জাতিকাদের বিবাহের কথাবার্তায় অনাকাঙ্খীত বাধা বিপত্তির আশঙ্কা প্রবল।
সিংহ রাশি (২১জুলাই - ২১ আগষ্ট) : আজ সিংহ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্ ভালো যাবে না। সাইনোসাইটিসের রুগীরা কষ্ট পেতে পারেন। কোন গোপন শত্রু আজ আপনার ক্ষতি করার চেষ্টা করবে। কাজের লোকের দ্বারা দ্রব্য হানির আশঙ্কা প্রবল। গুপ্তধন বা পরধন প্রাপ্তিতে বাধা বিপত্তি দেখা দেবে। আজ রাগ ও জেদ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।
কন্যা রাশি (২২ আগষ্ট - ২২ সেপ্টেম্বর) : আজ কন্যা রাশির জাতক জাতিকার দিনটি কিছুটা ভুল বোঝাবুঝি দিয়ে শুরু হতে পারে। সন্তানের সাথে ভুল বোঝাবুঝির আশঙ্কা রয়েছে। আজ প্রেমিক প্রেমিকাদের দিনটি ভালো যাবে না। দেখা করার কথা থাকলেও কোনো রহস্যজনক কারণে শেষ পর্যন্ত দেখা নাও হতে পারে। সন্তানের কোনো ব্যর্থতায় আপনি কষ্ট পাবেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর - ২১ অক্টোবর) : আজ তুলা রাশির জাতক জাতিকার সকাল সকালই পারিবারিক কাজে ব্যস্ত হতে পারেন। যানবাহন নিয়ে কোনো ঝামেলায় পড়তে হবে। আত্মীয়র সাথে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো আলোচনা হতে পারে। আজ বাড়ীতে কোনো খালা-খালুর আগমনে খুঁশি হতে পারেন। গৃহস্থালী কোনো উপকরণ কিনতে হতে পারে।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর - ২০ নভেম্বর) : আজ বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। বস্ত্র বিক্রেতাদের দিনটি ভালো যাবে। প্রতিবেশীর কোন অনুষ্ঠানে আপনার উপস্থিতি তাকে আনন্দ দেবে। ছোট ভাই বোনের কোন কাজে দূরদেশে যেতে পারেন। সাংবাদিক ভাইদের দিনটি ভালো যাবে। প্রকাশক ও মুদ্রণ ব্যবসায়ীদের দিনটি ব্যস্ততায় ভরপুর থাকবে।
ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর) : আজ ধনু রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। বাড়ীতে আজ আপনার সবচেয়ে অপছন্দের কোন আত্মীয় আসতে পারে। আর্থিক প্রাপ্তিতে বিলম্ব হবে। আজ আপনার খাবারের রুচি নষ্ট হতে পারে। এলার্জির সমস্যা থাকলে খাদ্য গ্রহণে সতর্ক হতে হবে। দিনের শেষ ভাগে কোনো অনভিপ্রেত সংবাদ পেতে পারেন।
মকর রাশি (২১ ডিসেম্বর - ২০ জানুয়ারি) : আজ মকর রাশির জাতক জাতিকাদের সতর্ক থাকতে হবে। কোন কারণে পারিবারিক পরিবেশ কিছুটা উত্তপ্ত হয়ে উঠবে। চক্ষুপীড়ায় কষ্ট পেতে পারেন। বিদেশ থেকে কোনো মিশ্র সংবাদ পাবেন। আজ জীবন সাথীর শরীর স্বাস্থ্ও ভালো যাবে না। মানসিক অস্থিরতা ভয় ও অবসাদে ভুগতে পারেন।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারি) : আজ পারিবারিক কারণে ব্যয় বৃদ্ধির আশঙ্কা প্রবল। বিদেশ থেকে কোন আত্মীয়র আগমন হতে পারে। ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের আজ আশানুরুপ লাভ হবে না। কোথাও যাওয়ার পরিকল্পনা থাকলেও তা বাদ দিতে হতে পারে। কাজের লোকের কারণে কিছুটা বিব্রত হতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ) : আজ বাড়ীতে বড় ভাই এর সাথে মনমালিণ্য হতে চলেছে। আর্থিক বিষয়ে অসতর্কতার কারণে অর্থ হানির আশঙ্কা প্রবল। কোন সামাজিক অনুষ্ঠানে প্রিয় বন্ধুর সাথে ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন। আজ ব্যবসায়ীদের আয়ের চেয়ে ব্যয় বেশী হবার আশঙ্কা রয়েছে