রাশিফলে জেনে নিন আজ কেমন যাবে আপনার দিন

মেষ: আপনার আজকের দিনটি শুভ। মনের কোনও আশাপূর্ণ হতে পারে। ভাল সময়ের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করুন। আর্থিক ক্ষেত্রে একটু সতর্ক হয়ে চলবেন। প্রেমজ সম্পর্কে সঙ্গীর পরামর্শ অনুযায়ী চললে সমস্যার সমাধান সম্ভব। বিনিয়োগ করার পক্ষে দিনটি ভাল শুভ রং – কমলা, শুভ সংখ্যা -৪।
বৃষ: আপনার আজকের দিনটি মধ্যম। হাঁটুতে কোনও ব্যথা লাগতে পারে। গৃহ বাড়ি ক্রয় বা বিক্রয় নিয়ে জ্ঞাতিদের সাথে আলোচনায় বসতে হতে পারে। ব্যবসায়ীরা পৈতৃক ব্যবসায়ে আজ বিনিয়োগ নিয়ন্ত্রণ করুন। বিদ্যার্থীরা শিক্ষামূলক ভ্রমণে যেতে পারেন।
শুভ রং – গোলাপি,শুভ সংখ্যা – ৭। মিথুন: আপনার আজকের দিনটি মধ্যম। আপনার সুন্দর অভিব্যক্তি ও ব্যক্তিত্ব দ্বারা সকলের মন জয় করুন। ব্যবসায়ীরা ব্যবসার ক্ষেত্রে কিছু পরিবর্তন আনতে পারেন। একঘেয়ে জীবনযাপন কাটাতে ছোটখাটো ভ্রমণে বেরিয়ে আসতে পারেন। শুভ রং – সবুজ,শুভ সংখ্যা – ১।
কর্কট: আপনার আজকের দিনটি মধ্যম। লিভারের সমস্যা থাকলে খাবারের বিষয়ে সাবধান হবেন। ভালোলাগা কোনও কাজকে পেশা হিসাবে বাছতে পারেন। পরিশ্রমসাধ্য কোনও কর্মে দেরিতে হলেও শ্রমের স্বীকৃতি মিলবে। প্রেমজ সম্পর্কে জটিলতা দেখা দিতে পারে। শুভ রং -বাদামি,শুভ সংখ্যা -২।
বৃশ্চিক: আপনার আজকের দিনটি মধ্যম। শ্লেষ্মাজনিত সংক্রমণে ভুগতে পারেন। সকল ক্ষেত্রে আত্মবিশ্বাসী হয়ে সিদ্ধান্তগুলি নিন। বিদ্যার্থীরা বিষয় নির্বাচন নিয়ে কিছুটা দ্বিধাগ্রস্ত থাকবেন। মানসিক শান্তির আশায় ধ্যান করুন। শুভ রং -হলুদ,শুভ সংখ্যা -৪।
সিংহ:আপনার আজকের দিনটি মধ্যম। আর্থিকভাবে লাভবান হবার যোগ রয়েছে। দুপুর ১১টা থেকে ১:৪৫ এর মধ্যে কর্মপ্রার্থীরা কর্মলাভ বা নতুন কোনও কর্মের খবর পেতে পারেন। ক্রিয়েটিভ জগতের সাথে যুক্ত ব্যক্তিরা সফলতা পাবেন। শুভ রং -আকাশী,শুভ সংখ্যা ৫।
তুলা: আপনার আজকের দিনটি শুভ। অতীতের কোনও সমস্যার প্রভাব বর্তমান জীবনে টানবেন না। আর্থিক ক্ষেত্রে সকলের চাহিদা মেটানোর চেষ্টা করুন। প্রেমের ক্ষেত্রে আজই কোনও সিদ্ধান্ত নিতে হতে পারে। শুভ রং – ক্রিম,শুভ সংখ্যা – ১।
কন্যা: আপনার আজকের দিনটি মধ্যম। তাড়াহুড়ার দ্বারা কোনও সিদ্ধান্ত নেবেন না। কোনও সিদ্ধান্ত গ্রহণের পূর্বে সকলের সাথে আলোচনা বিবেচ্য। চাকরিজীবীরা কর্মস্থল পরিবর্তনের কোনও খবর পেতে পারেন। শুভ রং – কমলা,শুভ সংখ্যা – ৬।
ধনু: আপনার আজকের দিনটি মধ্যম। কর্মক্ষেত্রে আপনার কাজের অভিনবত্ব গড়ে তুলুন। কারিগরি বিদ্যার প্রশিক্ষণ বা ম্যানেজমেন্ট সংক্রান্ত প্রশিক্ষণের ক্ষেত্রে বিদ্যার্থীরা কোনও কর্মের যোগাযোগ পেতে পারেন। প্রেমজ সম্পর্কে দূরত্ব নির্দেশ করছে । শুভ রং – কমলা,শুভ সংখ্যা – ৩।
মিথুন: আপনার আজকের দিনটি মধ্যম। মাথার যন্ত্রণার কারণে সমস্যা হতে পারে। বিভিন্ন খাতে অর্থব্যয়ের যোগ রয়েছে। অতিরিক্ত স্বার্থপরতার কারণে প্রিয়জনের বিরাগভাজন হবেন। মেশিনারি পার্টস বা ইলেকট্রনিক্স জাত দ্রব্যের ব্যবসায়ে অর্থ বিনিয়োগে লাভবান হবেন। শুভ রং -লাল,শুভ সংখ্যা -৭।
কুম্ভ: আপনার আজকের দিনটি মধ্যম। সামাজিকতা ও লৌকিকতার কারণে অধিক ব্যয়। বিনোদনমূলক কোনও অনুষ্ঠানে যোগ দিতে পারেন। স্ত্রীর কারণে অর্থপ্রাপ্তির সম্ভাবনা। কর্মস্থলে সহকর্মীদের দ্বারা উপকৃত হবেন। শুভ রং -সাদা,শুভ সংখ্যা – ২।
মীন: আপনার আজকের দিনটি শুভাশুভ মিশ্রিত। নার্ভ বা পেশির ব্যথায় কষ্ট হতে পারে। কেমিকেল, কাঁচ ও ফ্যান্সিজাত দ্রব্যের ব্যবসায়ে আজ অর্থ বিনিয়োগ নিয়ন্ত্রণ করুন। প্রেমজ সম্পর্কে কোনও হঠকারিতামূলক সিদ্ধান্ত নেবেন না। শুভ রং – গোলাপি,শুভ সংখ্যা – ৬।