English Version
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০১৭ ০৬:৪৪

আজ আপনার দিনটি আপনার কেমন যাবে?

অনলাইন ডেস্ক
আজ আপনার দিনটি আপনার কেমন যাবে?

আজ আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি তুলা, আপনার ওপর প্রভাবকারী গ্রহ শুক্র ও রবি। ২৮ তারিখে জম্ম হবার কারনে আপনার ওপর রবির প্রভাব স্পষ্ট। আপনার শুভ সংখ্যা : ১,১০,১৯,২৮। আপনার শুভ বর্ণ : সাদা ও কমলা। শুভ গ্রহ ও বার : রবি ও শুক্র। শুভ রত্ন : রুবী ও হীরা।

চন্দ্রের অবস্থান : আজ চন্দ্র ধনু রাশিতে অবস্থান করবে। ৮মী তিথি রাত: ৭:৫৯ পর্যন্ত চলবে পরে ৯মী তিথি।

মেষ রাশি (২১ মার্চ - ২০এপ্রিল) : আজ মেষ রাশির জাতক জাতিকার ভাগ্য উন্নতির যোগ প্রবল। বিদেশ যাত্রার যোগ প্রবল। বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। জীবীকার জন্য বিদেশ থেকে ভালো অফার পেতে পারেন। বিদ্যার্থীরা কোনো পরীক্ষা সংক্রান্ত বিষয়ে ব্যস্ত হতে পারেন। বিশ্ব বিদ্যালয়ে ভর্তির জন্য ব্যস্ত থাকতে পারেন।

বৃষ রাশি (২১ এপ্রিল - ২০ মে) : বৃষ রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে না। আইনগত জটিলতার আশঙ্কা প্রবল। রাস্তাঘাটে পুলিশ প্রশাসনের লোকের দ্বারা হয়রানির সম্মূখীন হতে পারেন। আজ ব্যাংক ঋণ সংক্রান্ত জটিলতা দেখা দিতে পারে। জীবন বীমা কম্পানিতে কর্মরতদের দিনটি ব্যস্ততায় কাটবে। বাড়ীতে পাওনাদারের তাগাদা পেতে পারেন।

মিথুন রাশি (২১ মে - ২০ জুন) : মিথুন রাশির জাতক জাতিকার ব্যবসায়ীক দিক ভালো যাবে। ব্যবসা বাণিজ্যে নতুন কোনো যোগাযোগ হতে পারে। অংশিদারী ব্যবসায়ীরা আজ নতুন কোন চুক্তি করতে পারেন। দম্পতিদের দিনটি ভালো যাবে। অবিবাহিতদের বিয়ের ক্ষেত্রে বাধা বিপত্তি দেখা দিতে পারে। খুচরা ও পাইকারী ব্যবসায় ভালো আয় হতে পারে।

কর্কট রাশি (২১ জুন - ২০ জুলাই) : আজ কর্কটের জাতক জাতিকার শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ যেতে পারে। কাজের লোকের কারনে কোনো ঝামেলায় পড়তে পারেন। কর্মস্থলে সহকর্মীদের দ্বারা কিছু ঝামেলায় পড়তে পারেন। কাজে অপ্রত্যাশিত বাধা বিপত্তি দেখা দেবে। গোপন শত্রুতার কারনে কাজে কর্মে বাধা বিপত্তি দেখা দেবে। রাগ ও জেদ পরিহার করুন।

সিংহ রাশি (২১জুলাই - ২১ আগষ্ট) : আজ সিংহ রাশির জাতক জাতিকার সৃজনশীল কাজ কর্ম শুভ। শিল্প সাহিত্যের চর্চায় ভালো আয় হতে পারে। প্রেমিক প্রেমিকাদের দিনটি ভালো যাবে। সন্তানকে নিয়ে বাহিরে বেড়াতে পারেন। মন ভালো হয়ে উঠবে। ক্ষুদে শিক্ষার্থীদের আজ পরীক্ষায় সাফল্য লাভের যোগ রয়েছে। অ্িস্থরতার কারনে কিছু ক্ষতির সম্মূখীন হতে পারেন।

কন্যা রাশি (২২ আগষ্ট - ২২ সেপ্টেম্বর) : আজ কন্যার জাতক জাতিকার প্রত্যাশা পূরনের । গৃহস্থালী কাজে ব্যস্ত হতে পারেন। আজ ফার্ণিচার ও গৃহস্থালী জিনিসপত্র ক্রয়ের যোগ প্রবল। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে। যানবাহন ক্রয় বিক্রয় শুভ। প্রস্তাবিত কাজে অগ্রগতি হতে পারে। আজ কোন ভূমি জমি ক্রয় সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে পারেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর - ২১ অক্টোবর) : আজ তুলা রাশির জাতক জাতিকাদের পরধন প্রাপ্তির যোগ প্রবল। বৈদেশিক যোগাযোগ শুভ। গার্মেন্টস ব্যবসায়ীরা আজ ভালো অর্ডার পেতে পারেন। সাংবাদিক ও প্রকাশকদের দিনটি ব্যস্ততায় কাটবে। আজ স্বর্ণালঙ্কার ব্যবসায়ীরা ভালো আয় করতে পারবেন। প্রতিবেশীর সাহায্য পেতে পারেন।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর - ২০ নভেম্বর) : দিনটি কিছুটা ঝামেলা পূর্ণ। আর্থিক অবস্থা কিছুটা খারাপ যেতে পারে। আজ খুচরা ব্যাবসায় কিছু অর্থ রোজগারের যোগ রয়েছে। খাদ্য ও পানিয়র ব্যবসায় ভালো আয় রোজগারের যোগ দেখা যায়। বাড়ীতে শ্যালক শ্যালিকার আগমনের সম্ভাবনা। আজ কোন আপ্যায়ণে অংশ নিতে পারেন। 

ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর) : আজ দিনটি শুভ সম্ভাবনাময়। কাজ কর্মে অগ্রগতি আশা করা যায়। আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। শিক্ষক ও গবেষকদের দিনটি ভালো যাবে। আর্থিক অনিশ্চয়তা কাটিয়ে উঠতে পারবেন। সরকারী চাকরীজীবীদের দিনটি আয় উন্নতি বৃদ্ধির। রাজনৈতি কাজে সফল হতে পারেন। 

মকর রাশি (২১ ডিসেম্বর - ২০ জানুয়ারী) : ব্যয় বৃদ্ধি পাবে। পারিবারিক কারনে অতিরিক্ত অর্থ ব্যয়ের যোগ দেখা যায়। ব্যবসা বাণিজ্যে কিছু ক্ষতির আশঙ্কা রয়েছে। আজ ট্রাভেল এজেন্ট ও ট্রান্সপোর্ট ব্যবসায় অগ্রীম অর্থ লাভের যোগ রয়েছ। বিদেশে অবস্থান কারীদের দিনটি ব্যস্ততায় কাটবে। মোটেল ব্যবসায়ীরা ক্ষতির ধাক্কা কাটিয়ে উঠতে পারেন।  কুম্ভ রাশি (২১ জানুয়ারী - ১৮ ফেব্রুয়ারী) : আজ কুম্ভ রাশির জাতক জাতিকাদের ব্যবসা বাণিজ্যে উন্নতি হতে পারে। ঠিকাদারী বা কন্সট্রাকসন ব্যবসায় ভালো আয়ের সম্ভাবনা। আজ কোনো বন্ধুর সহায়তায় বকেয়া বিল আদায়ের সফল হতে পারেন। বড় ভাই এর সাথে কোনো আর্থিক কাজে গেলে তাতে লাভবান হওয়ার যোগ রয়েছে।  মীন রাশি (১৯ ফেব্রুয়ারী - ২০ মার্চ) : দিনটি মীন রাশির চাকরীজীবীদের জন্য শুভ সম্ভাবনাময়। বেকারদের চাকরী সংক্রান্ত পরীক্ষায় সফল হওয়ার যোগ রয়েছে। পদস্ত কর্মকর্তার সাহায্য পেতে পারেন। সামাজিক ও দাতব্য কাজে আপনার আয় উন্নতি বৃদ্ধি পাবে। রাজনৈতিক বড় নেতার সাহায্য আশা করতে পারেন। নির্বাচন সংক্রান্ত বিষয়ে ভালো ফল পেতে পারেন।