English Version
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০১৭ ০৭:৪৩

প্রেমিক যখন অফিসের সহকর্মী!

অনলাইন ডেস্ক
প্রেমিক যখন অফিসের সহকর্মী!

আমাদের ব্যস্ত জীবনের বেশীরভাগ সময় অফিসে বসেই কাটে। এসময় অফিসের সহকর্মীরা অনেকটা আত্মীয়ের মতই হয়ে যায়। আবার এখানেই কখনও কখনও প্রেমের সুত্রপাত ও ঘটে। কিন্তু এই প্রেম যেন চাকরীর কোন ক্ষতি না করতে পারে তাই কিছু বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখুন।

১. আপনাদের সম্পর্কের কারণে অফিসিয়াল কোন সমস্যা যেন না হয়, তাই অফিসের কোন সহকর্মীকে এই সম্পর্কের বিষয়ে জানাবেন না। এতে করে তারা আপনাদের সাথে মজা করার ছলে অফিসের পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে। তবে যদি গল্প কাউকে শুনাতেই হয়, তাহলে অফিসের বাহিরে আপনার বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করতে পারেন।

২. যদি আপনাদের ভালবাসা দুই পক্ষের ই হয়ে থাকে তাহলে অফিসে প্রফেশনাল ব্যবহার বজায় রাখুন। দুইজন একসাথে কোন প্রজেক্টে কাজ করলে সেদিকেও লক্ষ্য রাখুন। অফিস সময়ে একে-অপরের সাথে চ্যাটিং করায় ব্যস্ত থাকবেন না।

৩. আপনাদের বিষয়ে বাকি সহকর্মীরা যেন কানাঘুষা না করে, সেদিকে লক্ষ্য রাখুন। তাদের কাজ যেন আপনাকে গছিয়ে না দেয় সেদিকেও লক্ষ্য রাখুন।

৪. কখনও নিজের অনুভূতি বাকিদের বুঝতে দিবেন না। আপনাদের সম্পর্কের কারণে অফিসে কি কোনও সমস্যা হবে কিনা তা আগে ভেবে দেখুন? সমস্যা হলে সমস্ত গোপনীয়তা বজায় রাখুন।

৫. নিজেকে যতটা পারুন কাজের মাঝে ব্যস্ত রাখুন। এতে তাকে নিয়ে চিন্তা করার সময় পাবেন কম। তাই বাকিরাও আপনাকে কোন বিষয়ে জ্বালাতে আসবে না।

 

-সূত্রঃ ফেমিনা।