যেসব উপহার ভুলেও কাউকে দেয়া উচিৎ না!

উপহার দেওয়া-নেওয়া তো চলতেই থাকে। নানা কিছু আমরা উপহার হিসেবে দিয়ে থাকি। কিন্তু কখনও ভেবে দেখি কি যেসব উপহার আমরা কাউকে দিচ্ছি বা কারও থেকে নিচ্ছি তার কোনও প্রভাব আমাদের জীবনের উপর পরে কিনা?
প্রাচীন পুঁথিতে উপহার সম্পর্কে একাধিক তথ্য পরিবেশন করা হয়েছে। তাতে বিস্তারিত লেখা রয়েছে, পরিবারের ভালর জন্য কী কী উপহার কাউকে দিতে নেই এবং কারও থেকে নিতে নেই। কিন্তু সে সম্পর্কে আমরা অনেকেই জানি না। তাই তো আজান্তেই নিজের বা অন্যের ক্ষতি করে থাকি। কী কী উপহার কাউকে দিতে নেই এবং নিতেও নেই, চলুন সে সম্পর্কে জেনে নেওয়া যাক-
১। পানি রয়েছে এমন জিনিসঃ অ্যাকোরিয়াম, ফিশ বোল, ফাউন্টেন প্রভৃতি জিনিস আনেক সময়ই আমরা আমাদের ভালবাসার মানুষকে দিয়ে থাকি। এমনটা করা একেবারেই উচিত নয়। কারণ এমন উপহার দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ভাগ্য প্রাপকের কাছে চলে যায়। শুধু তাই নয়, যিনি এমন উপহার দিচ্ছেন তার অর্থনৈতিক ক্ষতি হওয়ার আশঙ্কাও বৃদ্ধি পায়।
২। টাওয়াল এবং রুমালঃ বাস্তু শাস্ত্র মতে এমন ধরনের জিনিস উপহার হিসেবে কখনও দেওয়া উচিত নয়। কারণ টাওয়াল এবং রুমাল উপহার দিলে যিনি উপহার দিচ্ছেন তার সঙ্গে প্রাপকের নানা বিষয়ে ঝামেলা লাগার আশঙ্কা বৃদ্ধি পায়। সেই সঙ্গে আরও সব ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।
৩। ধারালো কিছুঃ অনেকেই কারুকার্য করা ছুরি উপহার দিয়ে থাকেন। বিশেষত সামুরাই সোর্ডকে উপহার হিসেবে দিতে বা এমন গিফট পেতে অনেকেই পছন্দ করেন। শাস্ত্র মতে এমন উপহার কাউকে দিলে তার বাড়িতে নেগেটিভ এনার্জির প্রভাব বেড়ে যায়। তাই কখনও ধারালো কিছু উপহার হিসেবে দেওয়ার বা নেওয়ার ভুল করবেন না।
৪। কাজ সম্পর্কিত কোনও উপহারঃ ধরুন আপনি যদি একজন লেখক হন, তাহলে কখনও কাউকে কলম, বই বা ঐ জাতীয় কিছু উপহার হিসেবে দেবেন না। এতে আপনার কাজের ক্ষতি হবে। সহজ কথায় আপনি যে কাজ করেন, সেই সম্পর্কিত কোনও উপহার ভুলেও অন্যকে দেবেন না। সূত্রঃ বোল্ডস্কাই