রোববার দিনটি আপনার কেমন যাবে?
আজ আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি কন্যা, আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ ও বৃহস্পতি। ১৭ তারিখে জম্ম হবার কারনে আপনার ওপর শনির প্রভাব স্পষ্ট।
আপনার শুভ সংখ্যা: ৮,১৭,২৬।
আপনার শুভ বর্ণ: হলুদ ও সবুজ।
শুভ গ্রহ ও বার: বুধ ও বৃহস্পতি।
শুভ রত্ন: পোখরাজ ও পান্না।
চন্দ্রাবস্থান: আজ চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করবে। ১২শী দুপর: ২:৫২ পর্যন্ত পরে ১৩শী তিথি চলবে।
মেষ রাশি (২১ মার্চ - ২০ এপ্রিল): জমি জমা বা আবাসন সংক্রান্ত কাজে ব্যস্ত থাকতে পারেন। কর্মস্থলে আপনার আবাসন সংক্রান্ত কোনো বিল পেতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্য কিছুটা দূর্বল হতে পারে। বৈদেশীক কাজ কর্মে প্রত্যাশা পূরণের সম্ভাবনা প্রবল। গৃহস্থালী কাজে কিছু ব্যস্ততা থাকবে। কৃষি ও পশুপালনের সাথে জড়িতদের ভালো আয় হবে।
বৃষ রাশি ( ২১ এপ্রিল- ২০ মে): প্রতিবেশীর সাথে কোন গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ আলোচনায় অগ্রগতি হবে। গার্মেন্টস কর্মীদের দিনটি কিছুটা ঝামেলা পূর্ণ হতে পারে। মানিএক্সঞ্জ ব্যবসায় আশানুরুপ লাভ হবে না। সাংবাদিক ও সাহিত্যিকদের দিনটি লাভ দায়ক হবে। কম্পিউটার কম্পোজার মুদ্রণ ব্যবসায়ীদের কাজের চাপ বৃদ্ধি পাবে। বৈদেশিক কোনো তথ্য আপনাকে উজ্জিবিত করবে।
মিথুন রাশি (২১ মে - ২০ জুন): আজ চাল ডাল ও আটার ব্যবসায়ীদের আয়ের ক্ষেত্র বৃদ্ধি পাবে। খুচরা বিক্রেতাদের লাভের যোগ বলবান। দুগ্ধ খামারী ও মৎস ব্যবসায়ীদের ভালো আয় হবে। বাড়ীতে কোনো আপ্যায়ণের আয়োজন করতে হতে পারে। জাতিকাদের সঞ্চয়ের প্রচেষ্টা সফল হতে পারে। ব্যবসায়ীক যোগাযোগ থেকে ভালো আয় হবে।
কর্কট রাশি (২১ জুন- ২০ জুলাই): মানসিক অস্থিরতা বাড়ার আশঙ্কা দেখা যায়। প্রেমিক প্রেমিকাদের অস্থিরতা ও চঞ্চলতা বৃদ্ধি পাবে। অনৈতিক কোনো কাজের সাথে জড়িয়ে পড়তে পারেন। জাতিকাদের মানসিক ও শারীরিক দিক ভালো যাবে না। আজ দূরে কোথাও যাওয়ার পরিকল্পণা থাকলে তা বাতিল করলেই ভালো।
সিংহ রাশি (২১জুলাই - ২১ আগষ্ট): বৈদেশিক ব্যবসার সাথে জড়িতদের দিনটি ভালো যাবে। এয়ার টিকেটিং ও ট্যুর অপারেটরদের আয় বৃদ্ধি পাবে। সাংসারিক ব্যয় তুলনামূলক বৃদ্ধি পাবে। কারো প্ররোচনায় পড়ে অনাকাঙ্খীত ব্যয় করতে পারেন। ট্যাক্স ও ভ্যাট সংক্রান্ত কাজে ব্যয় বৃদ্ধি পাবে। প্রবাসীদের পায়ে আঘাত লাগতে পারে। কোনো কারনে কারাবাস হবার আশঙ্কা রয়েছে।
কন্যা রাশি (২২ আগষ্ট - ২২ সেপ্টেম্বর): বাড়ীতে বড় ভাই বোনের সাথে কোনো কারণে মনমালিন্য বা তর্ক বিতর্ক হতে পারে। ব্যবসায়ীরা কাজের চাপে থাকবেন। বৈদেশিক কাজে কোনো প্রকার ঝামেলা দেখা দিতে পারে। চাকরীজীবীদের বকেয়া বিল আদায়ের যোগ বলবান। ব্যবসায় কোনো বন্ধুর সাহায্য পেতে পারেন। ট্রাভেল এজেন্সী ব্যবসায় লাভ হবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর- ২১ অক্টোবর): কর্মস্থলে আপনার দক্ষতার প্রশংসা হবে। নতুন কোনো কাজের দায়িত্ব পেতে পারেন।ব্যবসায়ীক যোগাযোগ বৃদ্ধি পাবে। সরকারী কোনো বড় কর্মকর্তার সাথে সাক্ষাতে লাভবান হবেন। রাজনৈতিক যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে। সাঙ্গঠনিক কাজে কোনো ভুলত্রুটি দেখা দিতে পারে। সতর্ক থাকুন। মেয়েলি দূর্ণামের হাত থেকে দূরে থাকুন।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর): আজ দিনটি আপনার জন্য মিশ্র সম্ভাবনাময়। শরির স্বাস্থ্য ভালো যাবে না। বৈদেশিক কোনো কাজে কিছু বাধা বিপত্তি দেখা দিতে পারে। আপনার ক্রয়কৃত কোনো সম্পত্তি নিয়ে ঝামেলা হবে। ভাগ্য উন্নতিতে কোন বিধর্মী বিপরিত লিঙ্গের সাহায্য পেতে পারেন। জীবীকার জন্য বিদেশ গমনের ক্ষেত্রে বারবার বাধা আসবে।
ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর): আজ আপনার কাজ কর্মে ঝুঁকি বাড়বে। শেয়ার ব্যবসায়ীরা কিছুটা অনিশ্চয়তার ভেতরে পড়তে পারেন। আজ চিকিৎসক ও প্রসাধণী ব্যবসায়ীরা ভালো আয় করতে পারবেন। বিদেশ থেকে কিছু টাকা আসতে পারে। ঋণ যোগ প্রবল। ব্যাংক ঋণ সংক্রান্ত জটিলতা দেখা দেবে। বীমার ক্ষতিপূরণ পেতে পারেন।
মকর রাশি (২১ ডিসেম্বর - ২০ জানুয়ারী): ব্যবসায়ীক বিষয়ে পার্টনারের সাথে ঝগড়া দেখা দেবে। দাম্পত্য কলহের শিকার হবেন। আজ মৎস ও দুগ্ধ খামারীদের কোনো কারনে লোকসান গুনতে হবে। আর্থিক কারনে আজ ব্যবসায় কোনো ঝামেলা হবার আশঙ্কা। বিদেশ ভ্রমনে যেতে পারেন। বৈদেশিক কাজে কিছু লাভ হবার সম্ভাবনা।
কুম্ভ রাশি (২১ জানুয়ারী - ১৮ ফেব্রুয়ারী): শরীর কিছুটা খারাপ যাবে। কর্মস্থলে সহকর্মীদের সাথে কোনো কারণে ঝামেলা হতে পারে। আজ প্রকাশ্য শত্রুতা বৃদ্ধি পাবে। কাজের লোকের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। বিশেষ করে বিপরিত লিঙ্গের কাজের লোক বা অধিনস্ত কর্মচারীদের দ্বারা শারীরিক ভাবে লাঞ্চিত হবার আশঙ্কা প্রবল। রাগ ও জেদ কমাতে হবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারী - ২০ মার্চ): আজ খেটে খাওয়া মানুষের দূর্ভোগ বাড়তে পারে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তায় থাকবেন। বিদেশ থেকে প্রেমিক প্রেমিকার অনৈতিক সম্পর্কের কোনো তথ্য প্রমান আপনাকে ব্যথিত করবে। শিল্পী ও কলাকুশলীদের বিদেশ যাত্রার যোগ প্রবল। রোমান্টিক প্রস্তাব পাঠাতে পারেন।