English Version
আপডেট : ৮ সেপ্টেম্বর, ২০১৭ ০৬:৫২

যে লক্ষণগুলো দেখে বুঝবেন আপনি প্রেমে পড়েছেন

অনলাইন ডেস্ক
যে লক্ষণগুলো দেখে বুঝবেন আপনি প্রেমে পড়েছেন

 

তাঁর কথা না ভেবে থাকতেই পারবেন না আপনি। সারা দিনে শত ব্যস্ততার মধ্যে, এমনকী গান শুনতে শুনতে, সিনেমা দেখতে দেখতেও তাঁর কথাই মনে পড়বে আপনার।


প্রেমে পড়লে অনেক সময়েই নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণে রাখতে পারেন না অনেকে। কখনও অকারণে খুব আবেগপ্রবণ হয়ে পড়েন।


বেশির ভাগ সময়েই আপনি সেটাই চাইবেন, যেটা আপনার প্রেমিক বা প্রেমিকা ভালবাসেন।


তাঁকে কখনওই বিদায় দিতে ইচ্ছে করে না। ‘গুডবাই’ বলতেও ইচ্ছে করে না।


তাঁর জন্য খরচ করতে ইচ্ছে করে সব সময়। তাঁর জন্য নিত্য নতুন জিনিসও কিনে ফেলে কিছু না ভেবেই।


একসঙ্গে ভবিষ্যত্ প্ল্যানিংও করেন।


তাঁর মতামতও গুরুত্ব দিয়ে শোনেন ও ভাবেন।


একান্তে তাঁর সঙ্গে সময় কাটাতে চান।


তাঁর সঙ্গে সময় কাটালে যেন মনে হয় নিজের পরিবার, পরিজনদের মধ্যেই রয়েছেন।


সে যেন আপনার মনের আয়না। ধীরে ধারে তাঁর মতো করেই ভাবতে, স্বপ্ন দেখতে, চিন্তা করতে শুরু করেন আপনি।